হাবিলাসদ্বীপ ইউনিয়ন

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার একটি ইউনিয়ন
(হাবিলাস দ্বীপ ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

হাবিলাসদ্বীপ বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

হাবিলাসদ্বীপ
ইউনিয়ন
৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদ
হাবিলাসদ্বীপ চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
হাবিলাসদ্বীপ
হাবিলাসদ্বীপ
হাবিলাসদ্বীপ বাংলাদেশ-এ অবস্থিত
হাবিলাসদ্বীপ
হাবিলাসদ্বীপ
বাংলাদেশে হাবিলাসদ্বীপ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২০′১২″ উত্তর ৯১°৫৫′১৪″ পূর্ব / ২২.৩৩৬৬৭° উত্তর ৯১.৯২০৫৬° পূর্ব / 22.33667; 91.92056 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাপটিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানফৌজুল কবির কুমার
আয়তন
 • মোট৮.৭৭ বর্গকিমি (৩.৩৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২০,৬৬১
 • জনঘনত্ব২,৪০০/বর্গকিমি (৬,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬১.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

হাবিলাসদ্বীপ ইউনিয়নের আয়তন ২,১৬৮ একর (৮.৭৭ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাবিলাসদ্বীপ ইউনিয়নের মোট জনসংখ্যা ২০,৬৬১ জন। এর মধ্যে পুরুষ ১০,৪৭১ জন এবং মহিলা ১০,১৯০ জন। মোট পরিবার ৩,৮২৩টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

পটিয়া উপজেলার উত্তরাংশে হাবিলাসদ্বীপ ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ধলঘাট ইউনিয়নজঙ্গলখাইন ইউনিয়ন, দক্ষিণে জঙ্গলখাইন ইউনিয়নকুসুমপুরা ইউনিয়ন, পশ্চিমে কোলাগাঁও ইউনিয়ন এবং উত্তরে বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নসারোয়াতলী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

হাবিলাসদ্বীপ ইউনিয়ন পটিয়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পটিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • হুলাইন
  • হাবিলাসদ্বীপ
  • চরকানাই
  • পাঁচরিয়া

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাক্ষরতার হার ৬১.৮%।[] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ[]
মাদ্রাসা[]
মাধ্যমিক বিদ্যালয়[]
প্রাথমিক বিদ্যালয়
  • চরকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাঁচরিয়া শাহনেওয়াজ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাঁচরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব পাচঁরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব হুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাবিলাসদ্বীপ ঈশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাবিলাসদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হালিম খাঁ'র চর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হুলাইন আমিন শরীফ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় (প্রতিষ্ঠাতা-মকবুল আলী খান ( চৌধুরী)
কিন্ডারগার্টেন
  • নোভেল বার্ড কিন্ডারগার্টেন

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

হাবিলাসদ্বীপ ইউনিয়নে যোগাযোগের প্রধান ৩টি সড়ক আরাকান সড়ক, কর্ণফুলি-হাবিলাসদ্বীপ সড়ক এবং পাঁচরিয়া হতে ধলঘাট পর্যন্ত ছালেহ আহমদ চৌধুরী সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

হাবিলাসদ্বীপ ইউনিয়নে ২১টি মসজিদ, ৪টি ঈদগাহ, ৯টি মন্দির ও ১টি বিহার রয়েছে।

খাল ও নদী

সম্পাদনা

হাবিলাসদ্বীপ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খালগুলো হল সেনার হাট খাল, পাঁচরিয়া খাল এবং চরকানাই খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

হাবিলাসদ্বীপ ইউনিয়নের প্রধান হাট/বাজার হল

  • মুন্সির হাট
  • মনসার টেক বাজার।[]
  • সেনের হাট

দর্শনীয় স্থান

সম্পাদনা

হাবিলাসদ্বীপ ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

  • মুছা খান জামে মসজিদ
  • পাঁচরিয়া দীঘি
  • ফখর খান দীঘি (হুলাইন)
  • ফখর খান জামে মসজিদ
  • চরকানাই আল আমিন ঈদগাহ ময়দান
  • ইয়াছিন আউলিয়া (র.) মাজার

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

হাবিলাসদ্বীপ ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[]

যুব ক্রিকেট ওয়াল্ড কাপ জয়ী সদস্য(২০২০)

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক
চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ শেখ নুরুল ঈমান চৌধুরী
০২ মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ২০১৬-২০২২
০৩ ফৌজুল কবির কুমার ২০২২-বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - হাবিলাসদ্বীপ ইউনিয়ন - হাবিলাসদ্বীপ ইউনিয়ন"habilasdwipup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "কলেজ - হাবিলাসদ্বীপ ইউনিয়ন - হাবিলাসদ্বীপ ইউনিয়ন"habilasdwipup.chittagong.gov.bd 
  4. "মাদ্রাসা - হাবিলাসদ্বীপ ইউনিয়ন - হাবিলাসদ্বীপ ইউনিয়ন"habilasdwipup.chittagong.gov.bd 
  5. "মাধ্যমিকবিদ্যালয় - হাবিলাসদ্বীপ ইউনিয়ন - হাবিলাসদ্বীপ ইউনিয়ন"habilasdwipup.chittagong.gov.bd 
  6. "খাল ও নদী - হাবিলাসদ্বীপ ইউনিয়ন - হাবিলাসদ্বীপ ইউনিয়ন"habilasdwipup.chittagong.gov.bd। ১৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৭ 
  7. "হাট বাজারের তালিকা - হাবিলাসদ্বীপ ইউনিয়ন - হাবিলাসদ্বীপ ইউনিয়ন"habilasdwipup.chittagong.gov.bd 
  8. "দর্শনীয়স্থান - হাবিলাসদ্বীপ ইউনিয়ন - হাবিলাসদ্বীপ ইউনিয়ন"habilasdwipup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "প্রখ্যাত ব্যক্তিত্ব - হাবিলাসদ্বীপ ইউনিয়ন - হাবিলাসদ্বীপ ইউনিয়ন"habilasdwipup.chittagong.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - হাবিলাসদ্বীপ ইউনিয়ন - হাবিলাসদ্বীপ ইউনিয়ন"habilasdwipup.chittagong.gov.bd। ২৮ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা