হাফেজ আহমদ
হাফেজ আহমদ (১৯০৭ - ১৯৮৩) একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি শাহ সাহেব নামেও পরিচিত। চুনতীর ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (সাঃ) তার অনন্য অবদান।[১]
হাফেজ আহমদ | |
---|---|
উপাধি | শাহ সাহেব |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৯০৭ সাল |
মৃত্যু | ১৯৮৩ সাল (৭৬ বছর) |
সমাধিস্থল | চুনতী, লোহাগাড়া, চট্টগ্রাম, |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | বাংলাদেশী |
পিতামাতা |
|
নাগরিকত্ব |
|
যুগ | আধুনিক যুগ |
অঞ্চল | দক্ষিণ এশিয়া |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
উল্লেখযোগ্য কাজ | ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (সাঃ) এর প্রচলনকারী |
তরিকা | কাদেরী |
জন্ম ও বংশ পরিচয়
সম্পাদনাআহমদ ১৯০৪ সালে চুনতী গ্রামে জন্মগ্রহণ করেন।[২] পিতা মাওলানা সৈয়দ আহমদ এবং মাতা হাজেরা খাতুন। তার পূর্ব পূরুষ শাহ আলম খন্দকার আরব দেশ হতে বাঁশখালি উপজেলার কালীপুর গ্রামে এসে বসতি স্থাপন করেন। [৩]পরবর্তীতে তার পুত্র ইব্রাহিম খন্দকার চুনতীতে এসে বসতি স্থাপন করেন। তার দাদা কাজী ইউসুফ আলী আরকানের অন্যতম জমিদার ছিলেন।
শিক্ষা ও কর্মজীবন
সম্পাদনাআহমদ বাঁশখালীর ছনুয়া মাদ্রাসা, চন্দনপুরা দারুল উলুম আলীয়া মাদ্রাসা ও কলিকাতা আলীয়া মাদ্রাসায় পড়ালেখা করেন। কলিকাতা আলীয়া মাদ্রাসা থেকে ফাজিল ডিগ্রী অর্জন করেন। কলিকাতা আলীয়া মাদ্রাসা থেকে অসুস্থ অবস্থায় দেশে ফিরেন। তারপর দাদার জমিদারী দেখার জন্য আকিয়াবে (বর্তমান মায়ানমার) চলে যান। সেখানে তিনি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। কিছুদিন পর তিনি ইমামতি ছেড়ে দেন।
অবদান
সম্পাদনাতিনি ১৯৭২ সালের ১১ রবিউল আউয়াল মাহফিলে সীরাতুন্নবী (সাঃ) প্রবর্তন করেন। প্রতিবছর ধারাবাহিকভাবে ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
১৯৮৩ সালে মাহফিলের ১৯ দিন আগে তিনি মৃত্যুবরণ করেন। চুনতী সীরাত ময়দানের পাশে তার মাজার রয়েছে।
বিবিধ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শাহ সাহেব কেবলা চুনতি'র ৩৮তম ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত,দৈনিক সাঙ্গু,প্রকাশ:২০২০-১০-১১ ১৮:০৯:৫৩"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চুনতী হযরত শাহ সাহেব (রহ.),দৈনিক আজাদী,লেখক:আহমদুল ইসলাম চৌধুরী, প্রবাহ,উপসম্পাদকীয়,বুধবার ,১৬ অক্টোবর, ২০১৯"।
- ↑ "চুনতি ইউনিয়নের প্রখ্যাত ব্যাক্তিদের সংক্ষিপ্ত তালিকা - চুনতি ইউনিয়ন - চুনতি ইউনিয়ন"। chunatiup.chittagong.gov.bd। ৩০ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২১।