হাফিজ উদ্দিন আহম্মেদ

বাংলাদেশী রাজনীতিবিদ

হাফিজ উদ্দিন আহম্মেদ (জন্ম: ৩ ফেব্রুয়ারি ১৯৪৬) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য[][] ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[]

হাফিজ উদ্দিন আহম্মেদ
ঠাকুরগাঁও-৩ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৩ মার্চ ১৯৮৮ – ৬ ডিসেম্বর ১৯৯০
পূর্বসূরীমোহাম্মদ শহীদুল্লাহ
উত্তরসূরীমোখলেসুর রহমান
কাজের মেয়াদ
১ অক্টোবর ২০০১ – ৫ জানুয়ারি ২০১৪
পূর্বসূরীএমদাদুল হক
উত্তরসূরীইয়াসিন আলী
কাজের মেয়াদ
১ ফেব্রুয়ারি ২০২৩ – ৬ আগস্ট ২০২৪
পূর্বসূরীজাহিদুর রহমান
উত্তরসূরীশুন্য
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1946-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৪৬ (বয়স ৭৮)
রাজনৈতিক দলজাতীয় পার্টি

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

হাফিজ উদ্দিন আহম্মেদের জন্ম ৩ ফেব্রুয়ারি ১৯৪৬ সালে। তার শিক্ষাগত যোগ্যতা এইসএসসি পাশ।[]

রাজনৈতিক ও কর্মজীবন

সম্পাদনা

কর্মজীবনে হাফিজ উদ্দিন আহম্মেদ রাজনৈতির পাশাপাশি কৃষি ও ব্যবসার সাথে জড়িত। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।

১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ঠাকুরগাঁও-৩ আসন থেকে প্রথম সংসদ নির্বাচিত হন।[][]

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-৩ আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় সংসদ সদস্য নির্বাচিত হন।[][]

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে ঠাকুরগাঁও-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[][]

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পরাজিত হন।[]

২ ফেব্রুয়ারি ২০২৩ সালের ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

৭ জানুয়ারি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-৩ আসন থেকে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][][১০]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "হাফিজ উদ্দিন আহম্মেদ, আসন নং: ৫, ঠাকুরগাঁও-৩, দল: জাতীয় পার্টি (লাঙল)"দৈনিক প্রথম আলো। ২১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৪ 
  2. রায়, অজয় কুমার (আগস্ট ২০১৮)। "রাজনৈতিক ও গুণী ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি"। ঠাকুরগাঁও জেলার ইতিহাস (২ সংস্করণ)। ঢাকা: টাঙ্গন প্রিন্টিং এন্ড পাবলিকেশন। পৃষ্ঠা ২৮০-২৮১। আইএসবিএন 978-9843446497 
  3. "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  4. "Constituency 05 (Bangla)"www.parliament.gov.bd। ২০১৯-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬ 
  5. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯ 
  6. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  7. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬ 
  8. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  9. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  10. "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬