হাতিরঝিল থানা বাংলাদেশের রাজধানী ঢাকার একটি থানা। হাতিরঝিল প্রকল্প ও এর আশেপাশের এলাকাগুলো নিয়ে ২০১৮ সালে এটি গঠিত হয়।

হাতিরঝিল
থানা
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

নামকরণ

সম্পাদনা

হাতিরঝিল থানার নামকরণ করা হয়েছে হাতিরঝিল লেকের নামানুসারে। পূর্বে ভাওয়াল রাজ্যের হাতির পাল এ ঝিলে গোসল করাতে ও পানি খাওয়াতে আনা হতো বলে কালক্রমে এ ঝিলের নাম হয় হাতিরঝিল।[]

ইতিহাস

সম্পাদনা

২০১৮ সালের ৭ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০তম থানা হিসেবে হাতিরঝিল থানা গঠিত হয়। এ থানার অন্তর্গত এলাকাগুলো পূর্বে রমনা, তেজগাঁও শিল্পাঞ্চলরামপুরা থানার অধীনে ছিল।[]

হাতিরঝিল থানা ঢাকার হাতিরঝিল প্রকল্প, বাংলামটরের একাংশ, ইস্কাটনের একাংশ, মগবাজার, মালিবাগ চৌধুরীপাড়ার একাংশ, পশ্চিম রামপুরা, উলন, নয়াটোলা, মীরবাগ, মধুবাগ, মহানগর আবাসিক এলাকা, হাতিরঝিল-বাডডা লিংক রোড, দিলু রোড, ওয়াপদা রোড, আবুল হোসেন রোড, ওয়্যারলেস মোড়ের একাংশ, পেয়ারাবাগ, মালিবাগ রেলগেট, হাজীপাড়া, সোনারগাঁও হোটেলপুলিশ প্লাজা এলাকার একাংশ নিয়ে গঠিত।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "হাতিরঝিলে বাস চালু"প্রথম আলো। ২৩ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২ 
  2. "রাজধানীর ৫০তম থানা হাতিরঝিল"মানবজমিন। ৮ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২ 
  3. "হাতিরঝিল থানার যাত্রা শুরু"এনটিভি। ৭ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২২