হাজ্জাজ ইবনে ইলাত
হাজ্জাজ ইবন ইলাত রাসুল একজন বিশিষ্ট সাহচার্য ও সাহাবা ছিলেন ।তিনি ধনী ব্যক্তি ছিলেন । মক্কা বিজয়ের দিন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইসলামের পতাকা বহন করেছিনেল ।
হাজ্জাজ ইবনে ইলাত | |
---|---|
মুহাম্মাদের সাহাবা | |
জন্ম | বনু সুলাইম গোত্র, মক্কা |
মৃত্যু | আনু. ৬৩৫ খ্রিস্টাব্দ মদিনা |
যার দ্বারা প্রভাবিত | মুহাম্মাদ, আবু বকর |
উল্লেখযোগ্য কর্ম | মক্কা বিজয় |
পিতামাতা |
|
নাম ও বংশ পরিচয়
সম্পাদনাহাজ্জাজ ইবনে ইলাতের মূলনাম হল হাজ্জাজ । তার ডাকনাম আবু কিলাব মতান্তরে আবু মুহাম্মাদ ও আবু আবদুল্লাহ ।তার পিতার নাম ইলাত ইবন খালিদ । বনী সুলাইম গোত্রের সন্তান।
ইসলাম গ্রহণ
সম্পাদনাইবন সাদ বলেন, রাসূল যখন খাইবার প্রান্তে তখন তিনি রাসুল নিকট গিয়ে হয়ে ইসলাম গ্রহণ করেন । তারপর মদীনায় বসতি স্থাপন করেন।
ইবন আব আদ-দুনিয়া ‘হাওয়াতিফুল জিন’ গ্রন্থে বর্ণনা করেন, তিনি একটি কাফিলার সাথে মক্কায় যাচ্ছেন। একটি নির্জন ভীতিজনক উপত্যকায় রাত হলে তারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। হাজ্জাজ রাত জেগে তার কাফেলা পাহারা দিচ্ছিলেন ।তিনি গভীর রাতে এই অদৃশ্য হতে সুরা আর রাহমান এর ৩৩ নং আয়াতটি শুনতে পান । এবং এই ঘটনায় প্রভাবিত হয়ে পরবর্তীতে মদিনা অথবা খায়বার প্রান্তে উপস্থিত হয়ে রাসুল এর নিকট ইসলাম গ্রহণ করেন ।[১]
"ওহে জিন ও মানবজাতি! আকাশ মন্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পার, অতিক্রম কর! কিন্তু তোমরা তা পারবে না শক্তি ছাড়া"।[২] (সূরা আর রাহমান-৩৩)।
যুদ্ধে অংশগ্রহণ
সম্পাদনাখাইবার যুদ্ধের অল্প কিছুদিন পূর্বে হাজ্জাজ ইসলাম গ্রহণ করেন। এ যুদ্ধেই তিনি সর্বপ্রথম মুসলিম বাহিনীর সাথে যোগ দেন। মক্কা বিজয়ের সময় তিনি মদীনার বাইরে ছিলেন, রাসূল মক্কা অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করলে তাকে খবর পাঠিয়ে মদীনায় নিয়ে আসেন । মক্কা বিজয়ের দিন হযরত খালিদ ইবন ওয়ালীদ ১০০০ সৈন্যের একটি বাহিনী নিয়ে বনী সুলাইমের পথে মক্কায় প্রবেশ করেন। এই বাহিনীতে আব্বাস ইবনে মিরদাস, খুফাফ ইবনে নুদবাহ ও হাজ্জাজ ইবনে ইলাত- এ তিনজন তিনটি পতাকা বহন করেন ।[৩]
হাজ্জাজ ছিলেন ধনী ব্যক্তি। তিনি মক্কা থেকে তার সকল সম্পদ সরিয়ে আনতেও সক্ষম হয়েছিলেন। মদীনায় তিনি নিজের জন্য একটি বাড়ী ও একটি মসজিদ নির্মাণ করেন।[৪]
মৃত্যু
সম্পাদনাতার মৃত্যুকাল সম্পর্কে দুটি বর্ণনা আছে। একটি মতে তিনি উমার ফারুকের খিলাফতকালের প্রথম দিকে মৃত্যুবরণ করেন ।তবে অন্য একটি মতে তিনি হযরত আলী ও আয়িশার মধ্যে সংঘটিত উটের যুদ্ধে/উষ্ট্রের যুদ্ধে শাহাদাত বরণ করেন । এটি নির্ভরযোগ্য নয়,এই যুদ্ধে তার ছেলে মৃত্যুবরণ করেন ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ হায়াতুস সাহাবা - (৩/৫৭৬-৭৭), আল-ইসতিয়াব।
- ↑ "Tanzil - Quran Navigator | القرآن الكريم"। tanzil.net। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৬।
- ↑ হায়াতুস সাহাবা - (১/১৬৭)।
- ↑ আল ইসাবা - (৩২৭)।