হাজীগঞ্জ বড় মসজিদ

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ বা বড় মসজিদ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি।[]

হাজীগঞ্জ বড় মসজিদ
হাজীগঞ্জ বড় মসজিদ
ধর্ম
জেলাচাঁদপুর জেলা
অঞ্চলচট্টগ্রাম
নেতৃত্ববর্তমান মোতওয়াল্লী ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, আহম্মদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেট
পৃষ্ঠপোষকআহম্মদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেট
পবিত্রীকৃত বছর১৯৩১ খ্রিঃ
অবস্থাসংরক্ষিত
অবস্থান
অবস্থানবাংলাদেশ চাঁদপুর জেলা, বাংলাদেশ
পৌরসভাহাজীগঞ্জ পৌরসভা
দেশবাংলাদেশ
এলাকাহাজীগঞ্জ
স্থাপত্য
ধরনমসজিদ
সৃষ্টিকারীআহম্মদ আলী পাটওয়ারী
অর্থায়নেআহম্মদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেট
সম্পূর্ণ হয়১৯৩৭ খ্রিঃ
বিনির্দেশ
গম্বুজসমূহ২টি
মিনার১টি
মিনারের উচ্চতা121 ফুট
স্থানের এলাকা২৮,৪০৫ বর্গফুট
উপাদানসমূহইট, টেরাকোটা ও টাইল

অবস্থান

সম্পাদনা

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এর অবস্থান চাঁদপুর জেলার উপজেলার হাজীগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে। এটি হাজীগঞ্জ মৌজায় পড়েছে। এর পাশাপাশি রয়েছে আলীয়া মাদ্রাসা, হাফেজীয়া মাদ্রাসা, ফোরকানীয়া মাদ্রাসাইসলামীয়া পাঠাগার[]

ইতিহাস

সম্পাদনা

প্রায় ১৯৩১ খ্রিঃ নির্মিত হয়েছে এই হাজীগঞ্জ বড় মসজিদটি। এই মসজিদটিকেই চাঁদপুর জেলার সবচেয়ে বড় মসজিদ হিসেবে ধরা হয়। এই মসজিদটির প্রথম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হাজী আহম্মদ আলী পাটওয়ারী। মসজিদটি তৈরি করার সময় হাজীগঞ্জ বা এর আশাপাশের কোনো এলাকাতে কোনো ইট ভাটা ছিলোনা। তখন মসজিদটির উদ্যোক্তা সেখানে একটি ইট ভাটা তৈরি করেন। তারপর সেখানে ইট তৈরি করে সেই ইট দিয়ে মসজিদটি নির্মাণ করেন। এছাড়াও তিনি মসজিদ নির্মাণের জন্য জাহাজ ভাড়া করে ভারতের কলকাতায় গিয়ে লোহার বীম ও মর্মর পাথর কিনে আনেন। পরবর্তীতে মসজিদটির কাজ ১৯৩৭ খ্রিঃ দিকে শেষ হয় এবং শুক্রবার দিন মসজিদে আজান দেওয়ার মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয়। []

মসজিদ সংলগ্ন মাদ্রাসা

সম্পাদনা

মসজিদটির পাশাপাশি রয়েছে আলীয়া মাদ্রাসা, হাফেজীয়া মাদ্রাসা, ফোরকানীয়া মাদ্রাসাইসলামীয়া পাঠাগার। আলীয়া মাদ্রাসা ছাড়া বাকী মাদ্রাসাগুলো মসজিদ কমিটির তত্ত্বাবধায়নে চলে।

অবকাঠামো

সম্পাদনা

মসজিদটি দুই তলা বিশিষ্ট, ১টি ১২১ ফুট লম্বা মিনার ও ২টি গম্বুজ রয়েছে।

চিত্রশালা

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

আলমগীরী মসজিদ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ধর্মীয় প্রতিষ্ঠান - হাজীগঞ্জ উপজেলা তথ্য বাতায়ন"। ১৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৮ 
  2. "হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ - হাজীগঞ্জ উপজেলা তথ্য বাতায়ন"। ২৬ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৮ 
  3. "হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, চাঁদপুর!"। ১৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৮