হাকিমপুর ইউনিয়ন
যশোর জেলার চৌগাছা উপজেলার একটি ইউনিয়ন
হাকিমপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত চৌগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।[১][২]
হাকিমপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
হাকিমপুর ইউনিয়ন | |
বাংলাদেশে হাকিমপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪১′১৪.৬″ উত্তর ৮৯°১৭′৪৪.২″ পূর্ব / ২৩.৬৮৭৩৮৯° উত্তর ৮৯.২৯৫৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | চৌগাছা উপজেলা |
আয়তন | |
• মোট | ৪২.৭৩ বর্গকিমি (১৬.৫০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৭,৮২৯ |
• জনঘনত্ব | ৪২০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভৌগোলিক অবস্থান
সম্পাদনাভৌগোলিক অবস্থান অনুযায়ী হাকিমপুর ইউনিয়নের উত্তরে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়ন, দক্ষিণে চৌগাছা ইউনিয়ন উপজেলার পাতিবিলা ইউনিয়ন ,পূর্ব কালিগঞ্জ উপজেলার রাখালগাছী ইউনিয়ন, পশ্চিমে মহেশপুর উপজেলার জিতারপুর ইউনিয়নের পাশ দিয়ে কপোতাক্ষ নদী, মাঝখানে দিয়ে চৌগাছা হতে কোঁটচাদপুর রাস্থার পার্শ্বে হাকিমপুর ইউনিয়ন পরিষদ অফিস অবস্থিত।
গ্রাম
সম্পাদনাচৌগাছা ইউনিয়নে মোট ১৬টি গ্রাম রয়েছে।
- চাকলা
- কোমরপুর
- স্বরুপপুর
- চন্দ্রপাড়া
- ফকিরাবাদ
- হাকিমপুর
- তাহেরপুর
- তজবীজপুর
- আরাজিসুলতানপুর
- আরাজী দেবীপুর
- দেবীপুর
- যাত্রাপুর
- দুলালপুর
- হাজীপুর
- মাঠচাকলা
- বকসিপুর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চৌগাছা ইউনিয়ন"। hakimpurup8.jessore.gov.bd। ২০২০-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।