হাকা চিন ভাষা
ভাষা
হাকা চিন ভাষা পূর্ব ভারত, মিয়ানমার ও বাংলাদেশে প্রচলিত একটি তিব্বতি-বর্মী ভাষা যাতে প্রায় সাড়ে চার লক্ষ লোক কথা বলে। [১] এদের মধ্যে ২ হাজার জোখুয়া ভাষা এবং ৬০ হাজার লাই ভাষাভাষী লোককেও গণনায় ধরা হয়েছে।
হাকা চিন | |
---|---|
দেশোদ্ভব | মিয়ানমার, ভারত, বাংলাদেশ[১] |
মাতৃভাষী | ৪,৪৬,২৬৪[১]
|
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-২ | cnh (বি) cnh (টি) |
আইএসও ৬৩৯-৩ | cnh |
হাকা চিনের তরুণ বক্তাদের মধ্যে সাক্ষরতার হার বেশি। ভাষাটি লাতিন লিপিতে লেখা হয়। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে ভাষাটিতে বাইবেল অনুবাদ করা হয়। ভাষাটির তিনটি উপভাষা আছে --- ক্লাংক্লাং, জোখুয়া এবং শোনশে।
সহায়ক গ্রন্থপঞ্জি
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Hakha-China, Ethnologue, 1983, 1991, 1996, 2000, access date August 9, 2008