হাওয়া ভবন
হাওয়া ভবন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় ছিল।[১] বনানী ১৩ নম্বর রোডের ‘ডি’ ব্লকের ৫৩ নম্বর ভবনটি পরিচিত ছিল হাওয়া ভবন নামে।[২] এই ভবনটি হতে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দল বিষয়ক কর্মকাণ্ড দেখভাল করা হতো।[৩] ২০০১ সালে বিএনপি ক্ষমতায় গেলে এটি বাংলাদেশে "বিকল্প ক্ষমতার কেন্দ্র" হিসাবে আবির্ভূত হয়।[৪] ২০০৬-২০০৮ সালে বাংলাদেশী রাজনৈতিক সংকটের সময় বিএনপির যুগ্ম সম্পাদক তারেক রহমানের কিছু কর্মকাণ্ডের কারণে এই কার্যালয়টি বিতর্কিত হয়ে ওঠে। সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের হাওয়া ভবনে যাতায়াত ছিল এবং এখান থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রচার, নিয়োগ, সাক্ষাৎকার ইত্যাদি প্রশাসনিক বিষয় পরিচালনা করা হতো।[৫][৬]
দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মীরা, বিএনপির কিছু সিনিয়র নেতা এবং বিভিন্ন সংবাদ মাধ্যম তারেক রহমানের নিয়ন্ত্রণাধীন হাওয়া ভবনকে বাংলাদেশের ক্ষমতার বিকল্প পাওয়ার হিসেবে বর্ণনা করেন।[৭][৮]
বর্তমান অবস্থা
সম্পাদনাবাড়িটির মালিকানা পরিবর্তন হবার পর ২০১১ সালে ভেঙে ফেলা হয়। বর্তমানে একটি বেসরকারি নির্মাতা প্রতিষ্ঠান হাওয়া ভবনের জায়গায় "অ্যাজোরা" নামে একটি ৯ তলা আবাসিক ভবন নির্মাণ করেছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'হাওয়া ভবন' ঘিরে শ্বাসরুদ্ধকর ভয়"। www.kalerkantho.com। 2018-10। সংগ্রহের তারিখ 2024-09-20। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ ডেস্ক, বিডিমর্নিং। "সেই 'হাওয়া ভবন' এখন কোথায়?"। www.bdmorning.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২০।
- ↑ "ডার্ক প্রিন্স ও তার 'হাওয়া ভবন'"। ঢাকা ট্রিবিউন। ২৩ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২০ সেপ্টে ২০২৪।
- ↑ Rashid, Mamun। "'Hawa Bhaban' and the future of politics"। ঢাকা ট্রিবিউন। ঢাকা ট্রিবিউন। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৫।
- ↑ "It was Hawa Bhaban plot"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৯-১০-২৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৬।
- ↑ Sakib, Musanna (২০২৪-০৭-১৪)। "হাওয়া ভবন থেকে পাঠানো তালিকায় বিসিএসে চাকরি হতো: প্রধানমন্ত্রী"। অর্থসূচক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২০।
- ↑ সরকার, প্রবীর (২৩ মে ২০২৩)। "ডার্ক প্রিন্স ও তার 'হাওয়া ভবন'"। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ সংবাদদাতা, নিজস্ব; টাঙ্গাইল (২০২৩-০৯-২০)। "বিএনপি হাওয়া ভবন বানিয়েছিল, আ. লীগও খাওয়া ভবন কম বানায়নি: কাদের সিদ্দিকী"। দ্য ডেইলি স্টার Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২০।