হাউজ বিল্ডিং, উত্তরা
হাউস বিল্ডিং হল বাংলাদেশের ঢাকা শহরের উত্তরার একটি এলাকা।[১] একই নামে একটি বাস স্টেশন আছে। এটির নাম এলাকায় অবস্থিত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে এসেছে।[তথ্যসূত্র প্রয়োজন]
হাউজ বিল্ডিং | |
---|---|
উত্তরার এলাকা | |
হাউজ বিল্ডিংয়ের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫২′২৮″ উত্তর ৯০°২৪′০১″ পূর্ব / ২৩.৮৭৪৫৭৩° উত্তর ৯০.৪০০৩৯৪° পূর্ব , | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
উচ্চতা | ২৩ মিটার (৭৫ ফুট) |
এই এলাকাটি বহুবার ব্যবহার করেছে বিক্ষোভকারীরা। ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউশন ফি'র উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন বড় শহরে ধর্মঘট ও বিক্ষোভ করে। হাউস বিল্ডিং সেই এলাকাগুলির মধ্যে একটি ছিল।[২]
নিরাপদ সড়ক আন্দোলনের নামে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় জড়ো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২০১৮ সালে প্রতিবাদ করে।[৩]
২০১৯ সালে, বকেয়া বেতন এবং সরকার কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি সহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাউজ বিল্ডিং এলাকা অবরোধ করে বেশ কয়েকজন গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ করে।[৪]
২০২১ সালে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ৯ দফা দাবিতে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় একদল ছাত্র বিক্ষোভ করেছিল।[৫]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Sultana, Marium (২৭ সেপ্টেম্বর ২০২১)। "Outdated U-loop ineffective in easing traffic"। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২১।
- ↑ "ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের চতুর্থ দিনের আন্দোলন চলছে"। Ittefaq। ১৩ সেপ্টেম্বর ২০১৫। ২২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা"। Kaler Kantho। ৫ আগস্ট ২০১৮।
- ↑ "ন্যায্য বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ"। Naya Diganta। ৭ জানুয়ারি ২০১৯।
- ↑ "শিক্ষার্থীদের নয় দাবি পূরণে দুই দিন সময়"। Jugantor। ২৮ নভেম্বর ২০২১।