হাইড্রোক্লোরিক অ্যাসিড
হাইড্রোক্লোরিক অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিড (muriatic acid) এক প্রকার অজৈব অম্ল যার রাসায়নিক সংকেত HCl। এটি জলে দ্রবণীয় এবং জলে সম্পূর্ণরূপে আয়নিত হয়। এই অম্লটি বর্ণহীন, স্বচ্ছ, এবং অত্যন্ত তীব্র কটুগন্ধ সম্পন্ন। এটি অত্যন্ত ক্ষয়কারী, শক্তিশালী খনিজ অম্ল। অনেক শিল্পে এর ব্যবহার রয়েছে।
| |||
নামসমূহ | |||
---|---|---|---|
অন্যান্য নাম
| |||
শনাক্তকারী | |||
সিএইচইএমবিএল | |||
কেমস্পাইডার | |||
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.২১০.৬৬৫ | ||
ইসি-নম্বর |
| ||
ই নম্বর | E৫০৭ (অম্লতা নিয়ন্ত্রক, ...) | ||
ইউএনআইআই | |||
বৈশিষ্ট্য | |||
বর্ণ | Colorless, transparent liquid | ||
ঝুঁকি প্রবণতা | |||
আর-বাক্যাংশ | আর৩৪, আর৩৭ | ||
এস-বাক্যাংশ | (এস১/২), এস২৬, এস৪৫ | ||
এনএফপিএ ৭০৪ | |||
সম্পর্কিত যৌগ | |||
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |||
যাচাই করুন (এটি কি ?) | |||
তথ্যছক তথ্যসূত্র | |||
প্রস্তুত প্রণালী
সম্পাদনাসাধারনত হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস দ্রবীভূত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। শিল্পক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরির অনেকগুলি পদ্ধতি রয়েছে। অতি ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড ধূমায়মান।
আধুনিক সংশ্লেষ পদ্ধতি দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিড শিল্প উৎপাদন:》 প্রায় সমান আয়তনে হাইড্রোজেন (H2) ও ক্লোরিন (Cl2) গ্যাসের মিশ্রণকে দহন করা হলে হাইড্রোজেন ক্লোরাইড (HCl) গ্যাস উৎপন্ন হয়।
H2 + Cl2 -----> 2HCl
উৎপন্ন গ্যাসকে শীতল করে জলে শোষিত করার মাধ্যমে হাইড্রোক্লোরিক এসিডের (HCl) সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হয়।
ভৌত ধর্ম
সম্পাদনাহাইড্রোক্লোরিক এসিড দেখতে বর্ণহীন ও স্বচ্ছ। এর অত্যন্ত তীব্র ঝাঁঝালো কটুগন্ধ রয়েছে। গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের বোতলের মুখ খুললে হালকা কুয়াশার সৃষ্টি হয়।[১][২]
রাসায়নিক ধর্ম
সম্পাদনাউপযুক্ত পরিবেশে হাইড্রোক্লোরিক এসিড বিভিন্ন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে একদিকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে অন্যদিকে ধাতব লবণ উৎপন্ন করে। যেমন সোডিয়ামের (Na)সঙ্গে হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এবং হাইড্রোজেন (H2) নির্গত হয়। বিক্রিয়াটি নিম্নোক্ত সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়
2HCl + 2Na = 2NaCl + H2
হাইড্রোক্লোরিক এসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপাদন করে।
ব্যবহার
সম্পাদনা- নানা রূপ শিল্প প্রক্রিয়ায় হাইড্রোক্লোরিক এসিড প্রচুর ব্যবহৃত হয়।
- স্টিলের ময়লা পরিষ্কার করতে এই এসিড প্রচুর ব্যবহৃত হয়।
- ঔষধ ও চামড়া শিল্পে ব্যবহার হয়।
- ইস্পাত তৈরির কারখানায় ব্যবহার হয়।
তথ্যসূত্র
সম্পাদনারসায়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |