হাংচৌ মেট্রো
হাংচৌ মেট্রো হল একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা, যা চীনের চচিয়াং প্রদেশের হাংচৌ পরিচালিত হয়। ব্যবস্থাটি ২০১২ সালের ২৪শে নভেম্বর খোলা হয়েছিল। এই দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থাটি হাংচৌকে দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা পরিচালনাকারী চীনের ১৭তম শহরে পরিণত করেছে।
হতিহাস
সম্পাদনাপ্রাথমিক পরিকল্পনা
সম্পাদনাশহরে একটি মেট্রো ব্যবস্থার পরিকল্পনা ১৯৯০-এর দশকে শুরু হয়েছিল এবং নির্মাণ কাজ ২০০৩ সালের সেপ্টেম্বরে শুরু করার কথা ছিল, কিন্তু রাজ্য পরিষদ ক্রমবর্ধমান ব্যয়ের কারণে নির্মাণ কাজ স্থগিত করে। রাজ্য পরিষদ ২০০৫ সালের ৫ই জুন হাংচৌতে হাংচৌ সাবওয়ে গ্রুপ কোং লিমিটেডের দ্বারা একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা নির্মাণ ও পরিচালনার অনুমোদন দেয়।[১] প্রথম লাইন "লাইন ১"-এর প্রাথমিক নকশা, ২০০৭ সালের ১১ই জানুয়ারি উন্নয়ন ও সংস্কার কমিশন কর্তৃক চার দিনের অধ্যয়নের পর অনুমোদিত হয়েছিল। এটি ৪৭.৯৭ কিমি দীর্ঘ, যার মধ্যে ৪১.৩৬ কিমি ভূগর্ভস্থ, ৬.১৪ কিমি উত্তোলিত ও ০.৪৭ কিমি ভূমিগত।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Tang Fuchun, Hangzhou Subway Planning Approved ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ফেব্রুয়ারি ১১, ২০০৭ তারিখে, china.org.cn, 2005-06-16
- ↑ "Design of Hangzhou Metro Line No.1 Brings Convenience to Passengers"। ১১ জানুয়ারি ২০০৭। মে ২২, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।