হলিডে (সংবাদপত্র)
হলিডে একটি ইংরেজি ভাষার সাপ্তাহিক সংবাদপত্র যা বাংলাদেশ থেকে প্রতি শুক্রবার প্রকাশিত হয়। প্রখ্যাত সাংবাদিক এনায়েতুল্লাহ খান ১৯৬৫ সালে প্রকাশ শুরু করেন।[১]
ধরন | সাপ্তাহিক |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | হলিডে পাবলিকেশন্স লিমিটেড |
প্রতিষ্ঠাতা | এনায়েতুল্লাহ্ খান |
প্রকাশক | হলিডে পাবলিকেশন্স লিমিটেড |
সম্পাদক | সাইয়েদ কামালউদ্দিন |
প্রতিষ্ঠাকাল | ১ আগস্ট ১৯৬৫ |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | ৩০, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা, বাংলাদেশ |
ওয়েবসাইট | weeklyholiday |
ইতিহাস
সম্পাদনাহলিডে পূর্ব পাকিস্তানের অন্যতম প্রভাবশালী সাপ্তাহিক সংবাদপত্র ছিল এবং এটি পাকিস্তানি শাসনামলের বিরুদ্ধে স্পষ্টবাদী অবস্থানের জন্য বিখ্যাত ছিল। স্বাধীন বাংলাদেশে এটি শেখ মুজিবুর রহমান সরকারের কট্টর সমালোচক ছিল এবং ১৯৭৫ সালে কিছুদিন নিষিদ্ধ ছিল সংবাদপত্রটি। ১৯৯০ এর দশক থেকে কাগজটির সার্কুলেশন উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে শুরু করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক মতাদর্শ লালন করে।[১][২][৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ আবু জার মোঃ আককাস (২০১২)। "হলিডে"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Lifschultz, Lawrence; Bird, Kai (১৯৭৯)। Bangladesh, the Unfinished Revolution (ইংরেজি ভাষায়)। Zed Press। পৃষ্ঠা ৩৯, ১২৯, ১৫১। আইএসবিএন 978-0-905762-07-4।
- ↑ Ray, Hemen (১৯৮৯)। The Enduring Friendship: Soviet-Indian Relations in Mrs. Gandhi's Days (ইংরেজি ভাষায়)। Abhinav Publications। পৃষ্ঠা ৮৩। আইএসবিএন 978-81-7017-249-9।