হর হর ব্যোমকেশ
অরিন্দম শীল নির্দেশিত বাংলা ছায়াছবি
হর হর ব্যোমকেশ ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা রহস্য-রোমাঞ্চ চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।[১] এবং প্রযোজনা করেছে যৌথভাবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মস। ছবিটি বাঙালী সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর উপর নির্মিত হয়েছে। এখানে আবীর চট্টোপাধ্যায় অভিনয় করেছেন ব্যোমকেশ বক্সীর চরিত্রে, ঋত্বিক চক্রবর্তী করেছেন লেখক ও ব্যোমকেশের অন্তরঙ্গ বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে এবং সোহিনী সরকার অভিনয় করেছেন ব্যোমকেশের স্ত্রী সত্যবতীর চরিত্রে।.[২][৩] চলচ্চিত্রটি ২০১৫ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পায়।[৪]
হর হর ব্যোমকেশ | |
---|---|
![]() হর হর ব্যোমকেশ চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | অরিন্দম শীল |
প্রযোজক | মহেন্দ্র সোনি বিষ্ণু মোহতা গুরজিৎ সিং অরোরা |
চিত্রনাট্যকার | পদ্মনাভ দাশগুপ্ত অরিন্দম শীল |
উৎস | শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কর্তৃক বহ্নি-পতঙ্গ |
শ্রেষ্ঠাংশে | আবীর চট্টোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী সোহিনী সরকার নুসরাত জাহান |
সুরকার | বিক্রম ঘোষ |
চিত্রগ্রাহক | সৌমিক হালদার |
প্রযোজনা কোম্পানি | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস সুরিন্দর ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৪ মিনিট |
দেশ | ভারত ![]() |
ভাষা | বাংলা |
ছায়াছবিটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বহ্নি-পতঙ্গ-এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ২০১৬ সালের ১৬ ডিসেম্বর ছায়াছবিটির পরবর্তী কিস্তি ব্যোমকেশ পর্ব মুক্তি পায়।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- আবীর চট্টোপাধ্যায় - ব্যোমকেশ বক্সী
- ঋত্বিক চক্রবর্তী - অজিত বন্দ্যোপাধ্যায়
- সোহিনী সরকার - সত্যবতী
- নুসরাত জাহান - শকুন্তলা[৫]
- আদিল হুসেইন - দীপনারায়ণ সিং (বিশেষ ভূমিকায়)
- শাদাব কামাল - ইন্সপেক্টার রথীকান্ত চৌধুরী
- হর্ষ ছায়া - ইন্সপেক্টার পুরণধর পাণ্ডে
- র্যাচেল হোয়াইট - চাঁদনী
- দীপঙ্কর দে - ডাঃ পান্নালাল পালিত
- জুন মালিয়া - মিস মান্না (বিশেষ ভূমিকায়)
- সুব্রত দত্ত - নর্মদাশংকর
- ইন্দ্রদীপ দাশগুপ্ত - দেবনারায়ণ সিং
- জয়দীপ কুন্ডু - লীলাধর বংশী
আরো দেখুন
সম্পাদনা- ব্যোমকেশ বক্সী (২০১৫)
- ব্যোমকেশ ফিরে এল (২০১৪)
- চিড়িয়াখানা (১৯৬৭)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Direction is my priority now, says actor Arindam Sil"। Hindustan Times। সংগ্রহের তারিখ ২ অক্টো ২০১৫।
- ↑ "Har Har Byomkesh actors share their experiences"। The Times of India। সংগ্রহের তারিখ ১৩ ডিসে ২০১৫।
- ↑ "Har Har Byomkesh: Complete cast revealed!"। The Times of India। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৫।
- ↑ "CBFC proposes a cut in the lovemaking scene of 'Har Har Byomkesh'"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৬ ডিসে ২০১৫।
- ↑ "A chat with Nusrat Jahan days before the release of Har Har Byomkesh"। The Times of India। সংগ্রহের তারিখ ৮ ডিসে ২০১৫।