শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মন্দির, মুক্তাগাছা
(হর রামেশ্বর মন্দির থেকে পুনর্নির্দেশিত)
শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মন্দির বা হর রামেশ্বর মন্দির ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত তৎকালীন একটি মন্দির।[১]
শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মন্দির | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দু |
জেলা | ময়মনসিংহ জেলা |
উৎসব | দুর্গা পূজা, শিব পূজা |
মালিকানা | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
অবস্থান | |
অবস্থান | মুক্তাগাছা উপজেলা, ময়মনসিংহ জেলা, বাংলাদেশ |
পৌরসভা | মুক্তাগাছা |
দেশ | বাংলাদেশ |
স্থাপত্য | |
প্রতিষ্ঠার তারিখ | ১৮২০ |
উচ্চতা (সর্বোচ্চ) | ১০০ ফুট |
বিবরণ
সম্পাদনামুক্তাগাছা কলেজ রোডস্থ আট-আনী জমিদার বাড়ি থেকে ৬ মিটার পূর্বে অর্থাৎ জমিদার বাড়ির কেন্দ্রীয় প্রবেশ পথের বাইরে পূর্বের ব্লকে রাজ রাজেশ্বরী মন্দিরটি অবস্থিত। মন্দিরটি ‘হর রামেশ্বর মন্দির’ নামেও পরিচিত। এই মন্দিরটি আট-আনী জমিদার বাড়ির সমসাময়িক কালে নির্মিত। মন্দিরের আয়তন ৬.৭ বর্গমিটার। মন্দিরের দেয়ালের প্রশস্ততা প্রায় ২ মিটার।[১]
চিত্রশালা
সম্পাদনা-
দুর্গামাতার মূর্তি
-
হনুমানজী বাবা
-
হর রামেশ্বর মন্দিরের সম্মুখ
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ময়মনসিংহ বিভাগের পুরাকীর্তি"। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২।
উইকিমিডিয়া কমন্সে শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মন্দির, মুক্তাগাছা সংক্রান্ত মিডিয়া রয়েছে।