হর্ষবর্ধন-গোবর্ধন (চরিত্র)

কাল্পনিক চরিত্র
(হর্ষবর্ধন (চরিত্র) থেকে পুনর্নির্দেশিত)

হর্ষবর্ধন-গোবর্ধন বাংলা সাহিত্যের হাস্যরসপূর্ণ কাল্পনিক দ্বৈতচরিত্রের নাম, যার স্রষ্টা শিবরাম চক্রবর্তী[] হর্ষবর্ধন, তার ছোট ভাই গোবর্ধন, তার স্ত্রী, এবং লেখক শিবরাম নিজে বেশ কিছু বিদ্রূপাত্মক ছোটগল্পের বিষয়বস্তু।[] তীক্ষ্ণ বুদ্ধি, শব্দের খেলা এবং ভালমানুষি আচরণ এই চরিত্রগুলির মূল বৈশিষ্ট্য। হর্ষবর্ধন ও গোবর্ধন আসাম থেকে কলকাতায় আসার পর প্রথমে ১৩/১২ রসা রোড, ভবানীপুরে তাঁদের অস্থায়ী আস্তানা হলেও পরে তাঁরা উঠে আসেন চেতলায়, সেখানেই কাঠ চেরাই আর আসবাব বানানোর কারখানা খুলে বসেন। আরও পরে অবশ্যি নৈহাটিতেও একটি নতুন কারখানা খোলা হয়, সেখানকার দায়িত্ব প্রধানত ছোটভাই গোবর্ধনের ওপরই ন্যস্ত থাকে।। দৈনন্দিন বিভিন্ন ব্যাপারে নিজের অজ্ঞতা ঢাকার জন্য হর্ষবর্ধন তার ছোট ভাই ও স্ত্রীর কাছে বিভিন্ন আজগুবি ব্যাখ্যা দিতে ভালবাসেন। ব্যবসায় প্রচুর টাকা কামানোর পরে তাদের নেশা হল খরচ করা। এবং সেই নেশার বশে দুই ভাই অদ্ভুত অদ্ভুত কান্ডকারখানা করেন।[]

পূর্ণেন্দু পত্রীর আঁকা দিগ্বিজয়ী হর্ষবর্ধন বইয়ের প্রচ্ছদ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কল্পনা যেন বাঁধ না মানে"anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৭ 
  2. Bandyopādhyāẏa, Suyoga (২০১২)। শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন গোবর্ধন। Pārula Prakāśanī। আইএসবিএন 978-93-82300-07-6 
  3. "শিবরামকে চিনতে শিব্রাম বনাম শিবরাম | দেশ রূপান্তর"Desh Rupantor। ২০১৯-০৪-১৯। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৭