হরেন্দ্রনাথ মজুমদার
হরেন্দ্রনাথ মজুমদার (১৫ জুন, ১৯০৭ - ৯ মে , ১৯৮৯) ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এক গান্ধীবাদী কংগ্রেসকর্মী। স্বাধীনতার পর ১৯৬০-এর দশকে ড. প্রফুল্লকুমার ঘোষের মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। শ্রীমায়ের অন্যতম ভক্ত তিনি পশ্চিমবঙ্গের অরবিন্দ সোসাইটির সভাপতি ছিলেন। ভারত সভা তথা ভারতসভা তথা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সম্পাদকপদেও ছিলেন তিনি। [১]
হরেন্দ্রনাথ মজুমদার | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৯ মে ১৯৮৯ | (বয়স ৮১)
দাম্পত্য সঙ্গী | শান্তি মজুমদার |
সন্তান | চিত্রা বসু (কন্যা) |
জীবনী
সম্পাদনাহরেন্দ্রনাথ মজুমদারের জন্ম ১৯০৭ খ্রিস্টাব্দের ১৫ জুন ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের এক জমিদার পরিবারে। হরেন্দ্রনাথ রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের সম্পর্কে ভাগিনেয় ছিলেন।[২]
হরেন্দ্র নাথ মজুমদারের আগ্রহ ও নিরন্তর প্রয়াস ছিল শ্রী অরবিন্দ ও শ্রীমায়ের ও আধ্যাত্মিক সম্পদ সবার কল্যাণে ছড়িয়ে পড়ুক। তিনি শ্রী অরবিন্দ সোসাইটি, পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন। পশ্চিমবঙ্গের নানা স্থানে, বিহার ও ত্রিপুরাতে শ্রী অরবিন্দ কেন্দ্র খোলার জন্য ভ্রমণ করেন এবং শ্রী অরবিন্দ ও শ্রীমায়ের আদর্শ অনুসরণ করে ধ্যান, উপাসনা এবং অধ্যয়নের ব্যবস্থা করেন। তাঁর নিরন্তর প্রচেষ্টায় শ্রী অরবিন্দ কেন্দ্রের কার্যক্রমের ভিত্তি প্রস্তুত হয়।
- রচিত গ্রন্থসমূহ-
- শ্রীমায়ের সাধনার রূপকথা (১৯৭৪)
- শ্রীমায়ের দিব্যজীবন ও সাধনা - শ্রীঅরবিন্দ সোসাইটি, কলকাতা
- ঋষি অরবিন্দের যোগ জীবন ও সাধনা
- শ্রী অরবিন্দের সাধনার রূপরেখা[৩]
হরেন্দ্রনাথ মজুমদার ভারত সভা তথা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সম্পাদকও ছিলেন। তিনি ১৯৫৩ খ্রিস্টাব্দে যোগেশচন্দ্র বাগল রচিত হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন (১৮৭৬-১৯৫১) প্রকাশ করেন। ১৯৬০ এর দশকে হরেন্দ্রনাথ প্রফুল্লচন্দ্র ঘোষের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন।[২] হরেন্দ্রনাথ মজুমদারের সহায়তায় ধীরেন্দ্রনাথ বেরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লকে শিক্ষা প্রতিষ্ঠানের এলাকা বিদ্যানগর গড়ে তোলেন।
জীবনাবসান
সম্পাদনাহরেন্দ্রনাথ মজুমদার ১৯৮৯ খ্রিস্টাব্দের ৯ মে পরলোক গমন করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Sir Aurobinda Sakti Centre Trust, New Alipore, Kolkata - The story of how it began"। সংগ্রহের তারিখ ২০২৪-০১-৩১।
- ↑ ক খ "About Overman Foundation"। সংগ্রহের তারিখ ২০২৪-০১-৩১।
- ↑ "শ্রীমায়ের দিব্য-জীবন ও সাধনা [সংস্করণ-২] বাংলা বই পিডিএফ"। সংগ্রহের তারিখ ২০২৪-০১-৩১।