হরিসাধন চট্টোপাধ্যায়
বাঙালি লেখক ও শিক্ষাবিদ
হরিসাধন চট্টোপাধ্যায় (১৮৯০ - ১৯৫৮) একজন অধ্যাপক এবং শিক্ষাবিদ।
অবদান
সম্পাদনাএঁর পিতা ছিলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মজিলপুরের শিক্ষক নীলমনি চট্টোপাধ্যায়। হরিসাধন ছিলেন তার পিতার জ্যেষ্ঠ পুত্র। হরিসাধন এমএ পাস করে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যাপকের পদ গ্রহণ করেন এবং পরে অধ্যক্ষ হন। তার চিন্তাতেই সুরেন্দ্রনাথ কলেজে বাণিজ্য বিভাগ খোলা হয়। তিনি যোগেশচন্দ্র কলেজেরও অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ।
হরিসাধন সর্বপ্রথম বাংলা ভাষায় অর্থনীতির বই লেখেন। তিনি আমরা বাঙালি বইয়ের লেখক। তিনি ইন্ডিয়ান ইকনমিক অ্যাসোসিয়েশনের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি গ্রামের কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানও ছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনাপশ্চিমবঙ্গ - জেলা দক্ষিণ চব্বিশ পরগণা সংখ্যা - তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার পৃ: ২৭৬