হরিদাস ভট্টাচার্য
ভারতীয় দার্শনিক
হরিদাস ভট্টাচার্য (৭ নভেম্বর ১৮৯১ - ২০ জানুয়ারি ১৯৫৬)[১] হলেন ভারতের একজন প্রখ্যাত দার্শনিক ও শিক্ষাবিদ। তিনি ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রধান দার্শনিক হিসাবে বিবেচিত হন।[২] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে একাদিক্রমে ২৬ বছর অধ্যাপনা করেন এবং এই বিভাগটি গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করেন।[১][২]
হরিদাস ভট্টাচার্য | |
---|---|
জন্ম | ৭ নভেম্বর ১৮৯১ |
মৃত্যু | ২০ জানুয়ারি ১৯৫৬ |
নাগরিকত্ব | ভারত |
মাতৃশিক্ষায়তন | স্কটিশ চার্চ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় |
পেশা | দার্শনিক |
উল্লেখযোগ্য কর্ম | Foundations of Living Faiths |
জন্ম ও পারিবারিক পরিচিতি
সম্পাদনাহরিদাস ভট্টাচার্য ১৮৯১ সালের ৭ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সীর (বর্তমানঃ ভারত) পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় জন্মগ্রহণ করেন।[১]
কর্মজীবন
সম্পাদনাতিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন এখানে যোগ দেন এবং ২৬ বছর এতে অধ্যাপনা করাকালীন ২২ বছর বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তার প্রখ্যাত শিক্ষার্থীর মধ্যে রয়েছেন - সরদার ফজলুল করিম[৩] ও নলিনীকান্ত ভট্টশালী।[৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ প্রদীপ কুমার রায় (জানুয়ারি ২০০৩)। "ভট্টাচার্য, হরিদাস"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮। ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
- ↑ ক খ "গোবিন্দ দেবের দর্শনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট"। দৈনিক বণিক বার্তা অনলাইন। ২৬ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮।
- ↑ "'বিপ্লব যে আসছে চোখে দেখ না বিপ্লব তো রাস্তা দিয়ে হাঁটে' -সরদার ফজলুল করিম"। সপ্তাহিক। ২০০৯। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নলিনীকান্ত ভট্টশালী"। দৈনিক ইত্তেফাক। ৬ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- হরিদাস ভট্টাচার্য - বাংলাপিডিয়া হতে সংকলিত নিবন্ধ।