হরিণী অমরসূর্য

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

হরিণী অমরসূর্য (জন্মঃ ৬ মার্চ ১৯৭০) শ্রীলঙ্কার একজন রাজনীতিবিদ, তিনি ২০২৪ সালের ২৪শে সেপ্টেম্বর তারিখ থেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

হরিণী অমরসূর্য
সংসদ সদস্য
හරිනි අමරසූරිය
ஹரிணி அமரசூரிய
শ্রীলঙ্কার ১৬তম প্রধানমন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৪ সেপ্টেম্বর ২০২৪
রাষ্ট্রপতিঅনূঢ়া কুমারা দিশানায়েকে
পূর্বসূরীদীনেশ গুণবর্ধনে
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1970-03-06) ৬ মার্চ ১৯৭০ (বয়স ৫৪)
গালে, দক্ষিণ প্রদেশ, শ্রীলঙ্কা
জাতীয়তাশ্রীলঙ্কীয়
রাজনৈতিক দলজনতা বিমুক্তি পেরুমানা
প্রাক্তন শিক্ষার্থী
পেশা
  • সমাজকর্মী
  • নারীঅধিকার কর্মী
  • যুব অধিকার কর্মী
  • শিক্ষাবিদ
  • বিশ্ববিদ্যালয় শিক্ষক
ওয়েবসাইটwww.npp.lk/en/about

ব্যক্তিগত মতাদর্শের ক্ষেত্রে হরিণী একজন উদারপন্থী মানুষ, তিনি শ্রীলঙ্কায় নারী অধিকার, যুব অধিকার, লিঙ্গ অসমতা নিয়ে গবেষণা করেছেন। তার জন্ম হয়েছিলো গালেতে, তিনি পড়াশোনা করেছেন ভারতের হিন্দু কলেজ এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ে, এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়েও পড়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা