হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী
অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত কমেডি-ড্রামা চলচ্চিত্র
হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী দেব এন্টারটেনমেন্ট ভেনচার-এর ব্যানারে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত একটি আসন্ন ভারতীয় বাংলা ভাষার কমেডি-ড্রামা চলচ্চিত্র। ছবিটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গল্প অবলম্বনে নির্মিত।[১] ১০ অক্টোবর ২০২১-এ পূজার ছুটির সাথে মিলিয়ে ছবিটি মুক্তি পেয়েছে।
হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী | |
---|---|
পরিচালক | অনিকেত চট্টোপাধ্যায় |
প্রযোজক | দেব |
কাহিনিকার | দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার |
উৎস | লেখক কর্তৃক মূল কাজের শিরোনাম |
শ্রেষ্ঠাংশে | শাশ্বত চট্টোপাধ্যায় খরাজ মুখোপাধ্যায় অর্পিতা পাল |
সুরকার | স্কোর: স্যাভি গুপ্ত গান: কবীর সুমন |
চিত্রগ্রাহক | সুপ্রিয় দত্ত হরেন্দ্র সিং |
সম্পাদক | মোহাম্মাদ কালাম |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
সারসংক্ষেপ
সম্পাদনাছবিটি বোম্বাগড়ের রাজা হবুচন্দ্র এবং তার মন্ত্রী গবুচন্দ্রকে নিয়ে। বোম্বাগড়ে সবাই খুশি ছিল। তারপর চন্দ্রগড়ের রাজকুমারী কুসুমকলিকে রাজা বিয়ে করেন এবং তারপর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়।[২]
অভিনয়ে
সম্পাদনা- রাজা হবুচন্দ্র হিসেবে শাশ্বত চট্টোপাধ্যায়
- মন্ত্রী গবুচন্দ্র হিসেবে খরাজ মুখোপাধ্যায়
- রাজকুমারী কুসুমকলি হিসেবে অর্পিতা পাল
- বৃদ্ধ মন্ত্রী হিসেবে শুভাশিষ মুখোপাধ্যায়
- গুরুদেব হিসেবে বরুণ চন্দ
মুক্তি
সম্পাদনাছবিটি ১০ অক্টোবর ২০২১-এ পূজার ছুটির সাথে মিলিয়ে ছবিটি মুক্তি পেয়েছে।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'Hobu Chandra Raja Gobu Chandra Mantri' - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৬।
- ↑ "Arpita thrilled to be a part of Aniket's film - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৬।
- ↑ "Dev - Jeet: পুজোয় বাংলা ছবির ভিড়! জব্বর টক্কর দুই সুপারস্টার জিৎ -দেবের"। Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৬।