হঠাৎ ৩৭ বছর পর
ভারতীয় লোমহর্ষক টেলিভিশন ধারাবাহিক
হঠাৎ ৩৭ বছর পর (হিন্দি: আচানক - ৩৭ সাল বাদ) হলো ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত সনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে প্রচারিত হিন্দি ভাষার একটি অতিপ্রাকৃত, মনস্তাত্ত্বিক, রোমাঞ্চকর টেলিভিশন ধারাবাহিক। এই ধারাবাহিকটির কেন্দ্রবিন্দু ছিল অল্প পরিচিত ছোট শহর গাহোটা। এতে অভিনয় করেছেন রাহিল আযম ও ফারাজ খান, তানাজ ইরানি, নেহা মেহতা, কাম্য পাঞ্জাবী, আশকা গোরাডিয়া ও অশ্বিনী কালসেকর তাছাড়া ভিন্ন ভিন্ন পর্বে ভিন্ন ভিন্ন অভিনেতা ও অভিনেত্রীদের নেওয়া হত।[১] এছাড়াও ধারাবাহিকটিকে "হঠাৎ ৩৭ বছর পর" নামে বাংলা ভাষায় ডাবিং করে সনি আট চ্যানেলে সম্প্রচার করা হয় ।[২] ২০০৩ সালে বছরের সেরা লোমহর্ষক অনুষ্ঠানের জন্য ধারাবাহিকটি ভারতীয় টেলি পুরস্কার জিতেছিল।
হঠাৎ ৩৭ বছর পর | |
---|---|
ধরন |
|
অভিনয়ে | |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
পর্বের সংখ্যা | ১৯৭ |
নির্মাণ | |
নির্মাণ কোম্পানি |
|
পরিবেশক | |
মুক্তি | |
মূল মুক্তির তারিখ | ২২ মার্চ ২০০২ |
পটভূমি
সম্পাদনাঅভিনয়ে
সম্পাদনা- রাহিল আযম – রাহুল/অজিঙ্কা
- ফারাজ খান – অজয়/অধ্যাপক জয়দেব
- ইরাবতী হর্ষে – শীলা
- শিশির শর্মা – প্রতাপ
- রাজেন্দ্রনাথ জুটশি – দীপঙ্কর রায়
- রবীন্দ্র মানকানি – অবিনাশ
- অশ্বিনী কালসেকর – মালিনী
- আশকা গোরাডিয়া – কমল
- জাফর করাচিওয়ালা – রতন
- সুনিতা রাজওয়ার – অজিঙ্কার দুষ্ট বেবি সিটা
- শ্রুতি উলফাত – রূপালী
- তানাজ ইরানি – নয়না
- নেহা মেহতা – অঞ্জলি
- ঋতুরাজ সিং – শশাঙ্ক
- অক্ষয় আনন্দ
- নিশিগন্ধা ওয়াড
- কাম্য পাঞ্জাবী – রেশমি
- রুশালি অরোরা – সুনিধি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Sunday Tribune - Spectrum - Personality of the week"। www.tribuneindia.com।
- ↑ https://m.youtube.com/watch?v=jAKud2vyjYo