হজের মাস
হজের সময় যে মাসগুলোতে হজের জন্য একটি সময় নির্ধারণ করা হয়েছে তাই হজের সময় বা হজের মাস।
কুরআনে রয়েছে: হজ হল সর্বাধিক পরিচিত তথ্য, সুতরাং যার মধ্যে হজ ফরজ করা হয়েছে, সে যেন অশ্লীলতা, অনৈতিকতা এবং তর্ক-বিতর্ক না করে।
হজের মাস
সম্পাদনাহজের জন্য ইহরাম শুধুমাত্র শাওয়াল, জ্বিলকদ ও জ্বিলহজ্জ এই মাসগুলোতে করতে হয়। আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হতে পারেন, তিনি বলেন: এটা সুন্নাত থেকে যে, হজের মাস ব্যতীত অন্য কোন সময় হজের জন্য ইহরাম বাধা যায় না। অনেক সাহাবি ও তাবেয়ি থেকে এ কথাটি বর্ণিত হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনাইসলাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |