হংকং ফুটবল অ্যাসোসিয়েশন

হংকং ফুটবল এর প্রশাসনিক সংস্থা

হংকং ফুটবল অ্যাসোসিয়েশন (চীনা: 香港足球總會, ইংরেজি: Hong Kong Football Association; এছাড়াও সংক্ষেপে এইচকেএফএ নামে পরিচিত) হচ্ছে হংকংয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪০ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর হংকংয়ের কাউলুনে অবস্থিত।

হংকং ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯১৪; ১১১ বছর আগে (1914)[]
সদর দপ্তরকাউলুন, হংকং
ফিফা অধিভুক্তি১৯৫৪[]
এএফসি অধিভুক্তি১৯৫৪
সভাপতিহংকং ফক টিমোথি সুন টিং
সহ-সভাপতিহংকং লেউং ব্রায়ান
ওয়েবসাইটwww.hkfa.com

এই সংস্থাটি হংকংয়ের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে হংকং প্রিমিয়ার লীগ এবং হংকং নারি লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ফক টিমোথি সুন টিং এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইয়ুয়েন ভিনসেন্ট।

কর্মকর্তা

সম্পাদনা
২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি ফক টিমোথি সুন টিং
সহ-সভাপতি লেউং ব্রায়ান
সাধারণ সম্পাদক ইয়ুয়েন ভিনসেন্ট
কোষাধ্যক্ষ সিন ইয়াট কিন
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক চ্যাং বেন
প্রযুক্তিগত পরিচালক থোরকালুর আর্নাসন
ফুটসাল সমন্বয়কারী সাং ওয়াই চুং
জাতীয় দলের কোচ (পুরুষ) মিক্সু পাটেলাইনেন
জাতীয় দলের কোচ (নারী) রিকার্ড রাম্বো
রেফারি সমন্বয়কারী লাউ অ্যালেন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:হংকং-এ ফুটবল টেমপ্লেট:হংকং ফুটবল অ্যাসোসিয়েশন