স ম বাবর আলী

বাংলাদেশী রাজনীতিবিদ
(স.ম.বাবর আলী সরদার থেকে পুনর্নির্দেশিত)

স ম বাবর আলী বাংলাদেশের খুলনা জেলার রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা যিনি তৎকালীন খুলনা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন।[]

স ম বাবর আলী
খুলনা-৯ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬
ব্যক্তিগত বিবরণ
জন্মস ম বাবর আলী
খুলনা জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীফিরোজা বেগম
সন্তানপুত্র - স.ম. শিবলী নোমানী রানা। আইনজীবী কন্যা- ফিরোজা সুলতানা জরথি
প্রাক্তন শিক্ষার্থীবি এল কলেজ

প্রাথমিক জীবন

সম্পাদনা

স ম বাবর আলী খুলনা জেলার পাইকগাছা উপজেলার গজালিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি বিএ ডিগ্রী অর্জন করেন। তার স্ত্রী ফিরোজা বেগম ১০ ডিসেম্বর ১৯৯১ সালে মৃত্যুবরণ করেন।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

স ম বাবর আলী মুক্তিযুদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।[] তিনি স্কুল থেকে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৭১ সালে খুলনা জেলা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। একই সময় বি এল কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন তিনি। স্বাধীনতাযুদ্ধে ৯নং সেক্টরে আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।[] ১৯৭২ সালে খুলনা জেলা ছাত্রলীগেরর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[] ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন খুলনা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

১৯৭৪ সালে যুবলীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছিয়াত্তরে ২১ মাস এবং আটাশিতে পাঁচ মাস কারাভোগ করেন।[] তিনি ১৯৮৫ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত মেয়াদে ও পরে দ্বিতীয় দফায় ২০১৪ থেকে ২০১৮ পাইকগাছা উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। []

গ্রন্থ

সম্পাদনা

স ম বাবর আলী ''স্বাধীনতার দুর্জয় অভিযান'' নামক মুক্তিযুদ্ধ বিষয়ক ১টি গ্রন্থ রচনা করেন। যা ১৬ ডিসেম্বর ১৯৯১ সালে প্রথম প্রকাশিত হয়।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০ 
  2. মুক্তিযোদ্ধা স ম বাবর আলী (২৩ মার্চ ২০১৯)। "তোমায় দিলাম, এই নাও একাত্তর"দৈনিক কালের কণ্ঠ। ৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০ 
  3. "কাঙ্ক্ষিত মুক্তি এখনো মেলেনি"DW.COM। ১৬ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০ 
  4. "পাইকগাছা উপজেলার পূর্বতন পরিষদ চেয়ারম্যানগণ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০ 
  5. "স্বাধীনতার দুর্জয় অভিযান - স ম বাবর আলী"সংগ্রামের নোটবুক। ১৪ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০