স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সেলারেটর ল্যাবরেটরি
স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরী প্রকৃতপক্ষে স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর সেন্টার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি গবেষণাকেন্দ্র।
স্থাপিত | ১৯৬২ |
---|---|
গবেষণার ধরন | ভৌত বিজ্ঞানসমূহ |
বাজেট | $৩৫০ মিলিয়ন (২০১২)[১] |
গবেষণার ক্ষেত্র | অ্যাক্সিলারেটর ফিজিক্স ফোটন বিজ্ঞান |
পরিচালক | Chi-Chang Kao |
স্টাফ | ১৭০০ |
ঠিকানা | ২৫৭৫ স্যান্ড হিল রোড Menlo Park, CA 94025 |
অবস্থান | মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
ক্যাম্পাস | ৪২৬ একর |
ডাক নাম | স্ল্যাক |
অন্তর্ভুক্তি | ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এনার্জি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
নোবেল বিজয়ী | বার্টন রিখটার রিচার্ড এডওয়ার্ড টেইলর মার্টিন লুইস পার্ল |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাস্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর সেন্টার ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এর মূল ক্যাম্পাসের পশ্চিমে ৪২৬ একর জায়গা জুড়ে অবস্থিত। এর প্রধান অ্যাক্সিলারেটর ২ মাইল লম্বা এবং এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ লিনিয়ার অ্যাক্সিলারেটর। ২০০৫ সালের তথ্য অনুযায়ী, স্ল্যাকে ১০০০ এর অধিক মানুষ কাজ করে, এর মধ্যে প্রায় ১৫০ জন পদার্থবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রিধারী।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Labs at a glance - SLAC http://science.energy.gov/laboratories/slac-national-accelerator-laboratory/