স্লোভেনিয়ার ভাষা
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(অক্টোবর ২০২১) |
স্লোভেনীয় ভাষা স্লোভেনিয়ার সরকারি ভাষা।[১] দেশের সংখ্যাগুরু লোক এই ভাষাতে কথা বলেন। হাঙ্গেরীয় ও ইতালীয় ভাষা যেসব অঞ্চলে প্রচলিত, সেসব অঞ্চলে এদেরকে সহ-সরকারি ভাষার মর্যাদা দেয়া হয়েছে। এছাড়াও অনেকে সার্বো-ক্রোয়েশীয় এবং অন্যান্য দক্ষিণ স্লাভীয় ভাষাতে কথা বলে। বিদেশী ভাষার মধ্যে জার্মান ভাষা ও ইংরেজি ভাষা উল্লেখযোগ্য।
স্লোভেনিয়ার ভাষা | |
---|---|
স্লোভেনিয়াতে সবচেয়ে বেশি প্রচলিত ভাষাসমূহ (২০০২ আদমশুমারী অনুযায়ী) | |
সরকারী ভাষা(সমূহ) | স্লোভেনীয় |
আঞ্চলিক ভাষা(সমূহ) | Official |
প্রধান বিদেশী ভাষা(সমূহ) | ইংরেজি, জার্মান |
সাধারণ কীবোর্ড লেআউট(সমূহ) |