স্যালি কার্কল্যান্ড
স্যালি কার্কল্যান্ড (ইংরেজি: Sally Kirkland; জন্ম: ৩১ অক্টোবর ১৯৪১) একজন মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী ও প্রযোজক।[১][২] অ্যান্ডি ওয়ারহলের দ্য ফ্যাক্টরির সাবেক সদস্য এবং ১৯৬০-এর দশকের নিউ ইয়র্কের আভঁ-গার্দ থিয়েটারের সক্রিয় সদস্য, কার্কল্যান্ড তার ৬০ বছরের কর্মজীবনে ২৫০-এর অধিক চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেন। কার্কল্যান্ড লাইফ ও ভোগ পত্রিকার ফ্যাশন সম্পাদক স্যালি কার্কল্যান্ডের কন্যা।
স্যালি কার্কল্যান্ড | |
---|---|
ইংরেজি: Sally Kirkland | |
জন্ম | |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৬২-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মাইকেল আর. জ্যারেট (বি. ১৯৭৪; বিচ্ছেদ. ১৯৭৫) |
পিতা-মাতা |
|
পুরস্কার | পুরস্কার |
কার্কল্যান্ড অ্যানা (১৯৮৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার-সহ শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে লস অ্যাঞ্জেলেস চলচ্চিত্র সমালোচক সমিতি ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার অর্জন করেন। তিনি দ্য হন্টেড টেলিভিশন চলচ্চিত্রের জন্য সীমিত ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল কোল্ড ফিট (১৯৮৯), বেস্ট অব দ্য বেস্ট (১৯৮৯), জেএফকে (১৯৯১) ও ব্রুস অলমাইটি (২০০৩)।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাকার্কল্যান্ড ১৯৪১ সালের ৩১শে অক্টোবর নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তার পিতা ফ্রেডরিক ম্যাকমাইকেল কার্কল্যান্ড ফেলে দেওয়া ধাতুর ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন। তার মাতা স্যালি কার্কল্যান্ড (জন্ম: সারা ফিনি) লাইফ ও ভোগ পত্রিকার ফ্যাশন সম্পাদক।[৩] তার মায়ের নামানুসারে তার নাম রাখা হয়। কার্কল্যান্ড ভোগ-এর মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে লি স্ট্র্যাসবার্গ ও ইউটা হ্যাগেনের সাথে অ্যাক্টরস স্টুডিওতে পড়াশোনা করেন।[৪]
কর্মজীবন
সম্পাদনাকার্কল্যান্ড ১৯৬৩ সালে অফ-ব্রডওয়ে মঞ্চে অভিনয় শুরু করেন।[৫] তিনি অ্যান্ডি ওয়ারহলের দ্য ফ্যাক্টরিতে যোগদান করেন এবং ১৯৬৪ সালের নাট্যধর্মী চলচ্চিত্র দ্য থার্টিন মোস্ট বিউটিফুল উইমেন-এ নগ্নরূপে আবির্ভূত হন এবং ৪৫ মিনিট একটি চেয়ারে বাঁধা অবস্থায় ছিলেন। ১৯৬৪ সালে কার্কল্যান্ড নিউ ইয়র্কের আভঁ-গার্দ থিয়েটার আন্দোলনের সাথে জড়িত হন। তিনি সক্রিয় মাদকসেবী ছিলেন এবং একবার আত্মহত্যার প্রচেষ্টা করতে গিয়ে ভীত হয়ে যোগ ব্যয়াম করে ও চিত্রাঙ্কনে জড়িত হয়ে মাদক ত্যাগ করেন।[৪]
১৯৮৭ সালে কার্কল্যান্ড স্বাধীন নাট্যধর্মী অ্যানা চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে সমালোচকদের নিকট থেকে ইতিবাচক পর্যালোচনা অর্জন করেন।[৬][৭] দ্য ওয়াশিংটন পোস্ট তার অভিনয়কে "অসাধারণ" বলে মনে করে,[৮] এবং লস অ্যাঞ্জেলেস টাইমস তাকে এই দশকের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে রেটিং দেয়।[৯] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন[৬] এবং নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার,[১০] শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে লস অ্যাঞ্জেলেস চলচ্চিত্র সমালোচক সমিতি[১১][১২] ও শ্রেষ্ঠ প্রধান অভিনেত্রী বিভাগে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার অর্জন করেন।
কার্কল্যান্ড এরপর কোল্ড ফিট (১৯৮৯), পেইন্ট ইট ব্ল্যাক (১৯৮৯), বেস্ট অব দ্য বেস্ট (১৯৮৯),[১৩] ও টু ইভল আইজ (১৯৯০)-এ অভিনয় করেন। ১৯৯০-এর দশকে তিনি মারপিটধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র বুলসআই! (১৯৯০)-এ মাইকেল কেইনের বিপরীতে এবং রিভেঞ্জ (১৯৯০), জেএফকে (১৯৯১)[১৪] দ্য প্লেয়ার (১৯৯২), গানমেন (১৯৯৪), এক্সসেস ব্যাগেজ (১৯৯৭) ও ইডিটিভি (১৯৯৯)-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তিনি ১৯৯২ সালে ইরোটিক থ্রিলার ইন দ্য হিট অব প্যাশন ও ডাউট থ্রেট-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করে, যা হোম ভিডিও মুক্তির পর সফলতার দেখা পায়।[১৫]
এই সময়ে তিনি টেলিভিশনে একাধিক টিভি চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করে অধিকতর সফলতা অর্জন করেন। ১৯৯০ সালে তিনি স্টিল ম্যাগনোলিয়াস-এর টেলিভিশন রূপে ট্রুভি জোন্স চরিত্রে অভিনয় করেন। ১৯৯১ সালে দ্য হন্টেড-এ অভিনয় করে তিনি সীমিত ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তাকে রোজিঅ্যান, মার্ডার, শি রোট, ও দ্য ন্যানি-এ অতিথি চরিত্রে দেখা যায়। ১৯৯৯ সালে তিনি ফেলিসিটি ও ডেজ অব আওয়ার লাইভস টিভি ধারাবাহিকে পুনরাবৃত্তিমূলক চরিত্রে অভিনয় করেন।
২০০০-এর দশকে তিনি ব্রুস অলমাইটি (২০০৩),[১৬] অ্যাডাম অ্যান্ড স্টিভ (২০০৫) ও বিগ স্ট্যান (২০০৭) চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন।
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাবছর | প্রদানকারী | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
---|---|---|---|---|
১৯৮৭ | লস অ্যাঞ্জেলেস চলচ্চিত্র সমালোচক সমিতি | শ্রেষ্ঠ অভিনেত্রী (হলি হান্টারের সাথে যৌথভাবে) | অ্যানা | বিজয়ী |
১৯৮৮ | একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেত্রী | মনোনীত | |
গোল্ডেন গ্লোব পুরস্কার | নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী | বিজয়ী | ||
ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার | শ্রেষ্ঠ প্রধান অভিনেত্রী | বিজয়ী | ||
১৯৯২ | গোল্ডেন গ্লোব পুরস্কার | সীমিত ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী | দ্য হন্টেড | মনোনীত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sally Kirkland"। Movies & TV Dept.। দ্য নিউ ইয়র্ক টাইমস। ২০১৬। ২০১৬-০৩-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক্যাটসুলিস, জিনেট (১১ সেপ্টেম্বর ২০১৪)। "A Weakness for Cops, a Crime to Solve 'Archaeology of a Woman,' Starring Sally Kirkland"। দ্য নিউ ইয়র্ক টাইমস।
- ↑ "Straight to the Heart of Hollywood Moxie: A Candid Interview with Sally Kirkland"। মক্সিম্যাগ। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
- ↑ ক খ "Sally Kirkland | Biography, Movie Highlights and Photos"। অলমুভি। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
- ↑ "Productions Renting the Lucille Lortel Theatre EDIA Policy - Lucille Lortel Theatre"। lortel.org (ইংরেজি ভাষায়)। লুসিল লর্টেল ফাউন্ডেশন। ১৭ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
- ↑ ক খ গ্রুবার, জাক (২২ ফেব্রুয়ারি ২০১২)। "25 Years After Anna, Sally Kirkland Reflects on the Oscar Race for Best Actress"। হাফপোস্ট। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
- ↑ ম্যাসলিন, জ্যানেট (২ অক্টোবর ১৯৮৭)। "Anna (1987)"। দ্য নিউ ইয়র্ক টাইমস।
- ↑ কেম্পলি, রিটা (২৬ ফেব্রুয়ারি ১৯৮৭)। "Anna"। দ্য ওয়াশিংটন পোস্ট। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
- ↑ "Picking the Decade's Best Directors, Performances"। লস অ্যাঞ্জেলেস টাইমস। ২৯ ডিসেম্বর ১৯৮৯। পৃষ্ঠা ৯৭। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
- ↑ "Best Performance by an Actress in a Motion Picture – Drama"। গোল্ডেন গ্লোবস। ৫ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
- ↑ জোন্স, অ্যাডাম। "Awards for 1987 – LAFCA"। www.lafca.net। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
- ↑ "Other Critics, Other Choices for the best in film fare"। দ্য ফিলাডেলফিয়া ইনকোয়ারার। ২১ ফেব্রুয়ারি ১৯৮৮। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
- ↑ "Best of The Best"। লস অ্যাঞ্জেলেস টাইমস। ১৯ নভেম্বর ১৯৮৯। পৃষ্ঠা 151। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
- ↑ ক্যানবি, ভিনসেন্ট (২০ ডিসেম্বর ১৯৯১)। "Review/Film: J.F.K.; When Everything Amounts to Nothing (Published 1991)"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
- ↑ "Double Threat"। টিভি গাইড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
- ↑ টমাস, কেভিন (২৩ মে ২০০৩)। "Not quite divine"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট
- অলমুভিতে স্যালি কার্কল্যান্ড
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে স্যালি কার্কল্যান্ড (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে স্যালি কার্কল্যান্ড (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে স্যালি কার্কল্যান্ড (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে স্যালি কার্কল্যান্ড (ইংরেজি)
- Sally Kirkland at the University of Wisconsin's Actors Studio audio collection