শ্যাম মানেকশ’
ফিল্ড মার্শাল শ্যাম হোরমাসজি ফ্রেমজি জামসেদজি মানেকশ (৩রা এপ্রিল, ১৯১৪ - ২৭শে জুন, ২০০৮) ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন এবং ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়া প্রথম ভারতীয় সেনা কর্মকর্তা ছিলেন। তার সক্রিয় সামরিক কর্মজীবন চার দশক এবং পাঁচটি যুদ্ধে বিস্তৃত ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেবা দিয়ে শুরু হয়েছিল।
ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ মিলিটারি ক্রস | |
---|---|
ডাকনাম | শ্যাম বাহাদুর |
জন্ম | অমৃতসর, পাঞ্জাব | ৩ এপ্রিল ১৯১৪
মৃত্যু | ২৭ জুন ২০০৮ ওয়েলিংটন, তামিলনাড়ু | (বয়স ৯৪)
সমাধি | |
আনুগত্য | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) ভারত (১৯৪৭ সালের পর) |
সেবা/ | ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী |
কার্যকাল | ১৯৩৪–১৯৭৩, ২০০৮ (আমৃত্যু ফিল্ড মার্শাল)[১] |
পদমর্যাদা | ফিল্ড মার্শাল |
নেতৃত্বসমূহ | পূর্ব কমান্ড পশ্চিম কমান্ড চতুর্থ কোর ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ পরিচালক, সামরিক অপারেশন ইনফেন্ট্রি স্কুল,মাহো ১৬তম পাঞ্জাব রেজিমেন্ট ৫ম গুর্খা রাইফেলস ৮ম গুর্খা রাইফেলস ১২তম ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট রয়েল স্কাউটস |
যুদ্ধ/সংগ্রাম | দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৪৭ ভারত-চীন যুদ্ধ ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৬৫ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ১৯৭১ |
পুরস্কার | পদ্মবিভূষণ পদ্মভূষণ মিলিটারি ক্রস |
স্বাক্ষর |
মানেকশ ১৯৩২ সালে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, দেরাদুনে প্রথম ইনটেক যোগদান করেন। তিনি ৪র্থ ব্যাটালিয়ন, ১৩ তম ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে কমিশন লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি বীরত্বের জন্য মিলিটারি ক্রস পেয়েছিলেন। ১৯৪৭ সালে ভারত বিভাজনের পর, তাকে ৮ গোর্খা রাইফেলসে পুনরায় নিয়োগ দেওয়া হয়। ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ এবং হায়দ্রাবাদ সঙ্কটের সময় মানেকশকে একটি পরিকল্পনার ভূমিকায় সমর্থন দেওয়া হয়েছিল এবং ফলস্বরূপ, তিনি কখনও পদাতিক ব্যাটালিয়নের নেতৃত্ব দেননি। সামরিক অভিযান পরিদপ্তরে দায়িত্ব পালনকালে তিনি ব্রিগেডিয়ার পদে উন্নীত হন। তিনি ১৯৫২ সালে ১৬৭ পদাতিক ব্রিগেডের কমান্ডার হয়ে সেনা সদর দফতরে সামরিক প্রশিক্ষণের পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৫৪ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।
ইম্পেরিয়াল ডিফেন্স কলেজে উচ্চ কমান্ড কোর্স শেষ করার পর, তিনি ২৬ তম পদাতিক ডিভিশনের কমান্ডিং জেনারেল অফিসার নিযুক্ত হন। ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৬৩ সালে, মানেকশকে সেনা কমান্ডার পদে উন্নীত করা হয় এবং ১৯৬৪ সালে ইস্টার্ন কমান্ডে স্থানান্তরিত করে ওয়েস্টার্ন কমান্ডের দায়িত্ব গ্রহণ করেন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশ-ভারত যৌথবাহিনীর প্রধান ছিলেন। এ যুদ্ধে যৌথ বাহিনী জয়ী হয়, পাকিস্তান ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করে। এর মাধ্যমেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের উত্থান ঘটে।[২]
তিনি যথাক্রমে ভারতের দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ এবং পদ্মভূষণে ভূষিত হন।
সেনা জীবন
সম্পাদনা১৯৩৫ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখে শ্যাম ভারতীয় সেনা একাডেমীর মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষ করেন, তার সেনা কমিশন দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে নথিতে লিখা হয়েছিলো ১৯৩৪ সালের ৪ ফেব্রুয়ারি।[৩] শ্যাম কমিশন পেয়েছিলেন ১২তম ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের ৪র্থ ব্যাটেলিয়নে, কমিশন পাওয়ার পরেই তিনি তার ইউনিটে যোগ দিতে পারেননি, তাকে একটি ইংরেজ সেনাদলে (রয়্যাল স্কটস) কাজ শিখতে হয়েছিলো।[৪][৫][৬]
১৯৪৭ সালে ভারত বিভাজিত হলে শ্যামের রেজিমেন্ট পাকিস্তান সেনাবাহিনী পেয়ে যায়, শ্যাম তখন ভারতীয় রেজিমেন্ট ৮ম গোর্খা রাইফেলসে যোগ দেবার আদেশ পান। ভারতের স্বাধীনতার আগে ১৯৪৭ সালের ৪ ফেব্রুয়ারি শ্যাম মেজর হন এবং তিনি সেনাবাহিনী সদর-দপ্তরের সামরিক অভিযান পরিদপ্তরে জেনারেল স্টাফ কর্মকর্তা ১ (জিএসও ১) হিসেবে নিয়োগ পেয়েছিলেন।[৭] ১৯৪৭ সালের শেষে শ্যাম ভারপ্রাপ্ত লেঃ কর্নেল হন এবং একটি ব্যাটেলিয়নের (৫ম গোর্খা রাইফেলসের ৩য় ব্যাটেলিয়ন) অধিনায়ক হন, ১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি তাকে কর্নেল পদবীতে পদোন্নতি দিয়ে ১৬৭ ব্রিগেডের অধিনায়ক করা হয়।[৮] খুব শীঘ্রই তিনি ভারপ্রাপ্ত ব্রিগেডিয়ার হন এবং এমহাউয়ের পদাতিক বিদ্যালয়ের আদেশদানকারী প্রধান কর্মকর্তা হয়ে যান। ১৯৫৭ সালে তিনি ভারপ্রাপ্ত ব্রিগেডিয়ার থেকে প্রকৃত (স্থায়ী) ব্রিগেডিয়ার হন এবং ব্রিটেনে যান ইম্পেরিয়াল ডিফেন্স কলেজে অধ্যায়ন করতে।[৮][৯]
দেশে ফিরে এসে ২০ ডিসেম্বর ১৯৫৭ তারিখে শ্যাম ভারপ্রাপ্ত মেজর-জেনারেল হিসেবে ২৬তম ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) নিযুক্ত হন।[১০] তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল কে এস থিমাইয়া। ১৯৫৯ সালের ১ মার্চ শ্যাম স্থায়ী মেজর-জেনারেল হন এবং স্টাফ কলেজ, তামিলনাড়ুতে প্রধান (আদেশদানকারী প্রধান কর্মকর্তা বা কমান্ড্যান্ট) হিসেবে যোগ দেন।[১১]
১৯৬২ সালে শ্যাম ভারপ্রাপ্ত লেঃ জেনারেল হয়ে ৪র্থ কোরের কোর-কমান্ডার হন যেটার সদর আসাম প্রদেশের তেজপুরে ছিলো।[১২] চীনের সঙ্গে ভারতের যুদ্ধের পর জেনারেল শ্যাম এই কোরের দায়িত্ব পেয়েছিলেন এবং সৈনিক সংখ্যা একেবারেই কম ছিলো এটা নিয়ে তিনি অনেক কথা বলেছিলেন তৎকালীন সেনাপ্রধানের সাথে। ১৯৬৩ সালের ২০শে জুলাই শ্যাম স্থায়ী লেঃ জেনারেল হন।
১৯৬৯ সালে জেনারেল পরমশিব প্রভাকর কুমারমঙ্গল লেঃ জেনারেল শ্যামের নাম তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে বলেন যে শ্যাম খুব দক্ষ একজন সেনাপ্রশাসক এবং সৈনিক; দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তার অবদানের কথা বলা হয় যেখানে শ্যাম আহত হয়েছিলেন; সেনাপ্রধান হবার পূর্বে শ্যাম পশ্চিম সেনা কমান্ডের কমান্ডার ছিলেন। ১৯৬৯ সালের ৮ জুন ইন্দিরা গান্ধী শ্যামকে সেনাপ্রধান ঘোষণা দেন।[১৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Indian military officers of five-star rank hold their rank for life, and are considered to be serving officers until their deaths.
- ↑ Sam Bahadur: A soldier's general ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-১০-২২ তারিখে, Times of India, 27 June 2008. Retrieved 30 June 2008.
- ↑ Singh 2005, পৃ. 188–189।
- ↑ Singh 2002, পৃ. 237–259।
- ↑ Saighal, Vinod (৩০ জুন ২০০৮)। "Field Marshal Sam Manekshaw"। The Guardian। ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৬।
- ↑ Tarun, Vijay (৩০ জুন ২০০৮)। "Saluting Sam Bahadur"। The Times of India। ২২ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০০৮।
- ↑ Singh 2005, পৃ. 192।
- ↑ ক খ "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ২৪ মার্চ ১৯৫৬। পৃষ্ঠা 57।
- ↑ "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ১৫ জুন ১৯৫৭। পৃষ্ঠা 152।
- ↑ "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ১৫ ফেব্রুয়ারি ১৯৫৮। পৃষ্ঠা 35।
- ↑ "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ১৯ মার্চ ১৯৬০। পৃষ্ঠা 65।
- ↑ "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)"। The Gazette of India। ৫ জানুয়ারি ১৯৬৩। পৃষ্ঠা 2।
- ↑ Singh 2005, পৃ. 201।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- Singh, Vijay Kumar (২০০৫), Leadership in the Indian Army: Biographies of Twelve Soldiers, SAGE Publications, আইএসবিএন 978-0-7619-3322-9
- Indian Army (১৯৪৭), List Special Edition for August 1947, Government of India
বহিঃসংযোগ
সম্পাদনা- Sam Manekshaw at Indian Army Website
- উইকিমিডিয়া কমন্সে শ্যাম মানেকশ’ সম্পর্কিত মিডিয়া দেখুন।
পূর্বসূরী পরমশিব প্রভাকর কুমারমঙ্গল |
সেনাবাহিনী প্রধান ১৯৬৯–১৯৭৩ |
উত্তরসূরী গোপাল গুরুনাথ বেউর |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |