স্বর্ণকমল দত্ত
স্বর্ণকমল দত্ত একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী ৷ পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হাওড়াতে এক বনেদী পরিবারে তার জন্ম ৷ ২০০৫ সালে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন ৷ তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছায়াছবি হল জীবন সাথী ৷ এছাড়া তাঁর অভিনীত অন্যান্য ছায়াছবিগুলির মধ্যে রয়েছে লাল রঙের দুনিয়া, মল্লিকবাড়ী ইত্যাদি ৷ এছাড়া নানা টেলিভিসান ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন ৷ এগুলির মধ্যে নানা রঙের দিনগুলি, সাহিত্যের সেরা সময়, একদিন প্রতিদিন, অন্দরমহল, বন্ধন ও খেলা অন্যতম ৷
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |