স্নাইপার
সামরিক/আধাসামরিক নিপুন লক্ষ্যবিদ যিনি প্রচ্ছন্ন স্থান বা শত্রুর দৃষ্টিসীমার বাইরের অবস্থান থে
স্নাইপার হলেন একজন সামরিক/আধাসামরিক নিপুন লক্ষ্যবিদ যিনি প্রচ্ছন্ন স্থান বা শত্রুর দৃষ্টিসীমার বাইরের অবস্থান থেকে লক্ষ্যভেদ অথবা শত্রুর উপর নজর রাখতে পারে। [১] সাধারণত স্নাইপারদের বিশেষ প্রশিক্ষণ ও বিশেষ অস্ত্র (হাই প্রেসিশন রাইফেল ও হাই ম্যাগনিফিকেশন অপটিকস) দেয়া হয়।
পেশা | |
---|---|
পেশার ধরন | সামরিক / আইন প্রয়োগকারী সংস্থা |
প্রায়োগিক ক্ষেত্র | ক্ষমতাসম্পন্ন দূরবীন দ্বারা নজরদারি ও দূর থেকে লক্ষ্যভেদে নিপুন রাইফেলের ব্যবহার |
লক্ষ্যভেদে নৈপুন্যের সাথে সাথে সামরিক স্নাইপারদের অন্য অনেক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। যার মধ্যে রয়েছে— সনাক্তকরণ, অনুসরণ, ও লক্ষ্য পরিসর প্রাক্কলন, ছদ্ম-আবরণ বা গোপন অবস্থান, অনুপ্রবেশ, বিশেষ পরিদর্শন, নজরদারী ইত্যাদি।
ব্যুৎপত্তি
সম্পাদনাবাংলা কাদাখোঁচা পাখির ইংরেজি প্রতিশব্দ স্নাইপ (Snipe)। ইংরেজি "to snipe" বা এ পাখি শিকারের খেলাটি থেকে স্নাইপার(যা স্নাইপ করে) শব্দটি এসেছে। ১৮২০-এর দশকে "স্নাইপার" শব্দটির ব্যবহার শুরু হয়, যার দ্বারা "লক্ষ্যভেদকারী"কে বোঝানো হতো।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "What is a Sniper in the Army & Other Military Branches? What is the Longest Sniper Rifle Shot? - Shooting Range Industries"। শুটিং রেঞ্জ শিল্প (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-৩১। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮।