স্তনপাট্টা (স্তনমসুক) হলো শরীরের উপরের অংশের জন্য ব্যবহৃত একটি ঢিলেঢালা মোড়ানো কাপড়। এটি প্রাচীন ভারতে ব্যবহৃত একটি বক্ষবন্ধনী। এটি প্রাচীনকালে মহিলাদের একটি সাধারণ উপরের পোশাক ছিল যা রোমান মহিলাদের কর্তৃক ব্যবহৃত ম্যামিলার বা স্ট্রফিয়ামের অনুরূপ। স্তনপাট্টা ছিল পোশাকের একটি অংশ বিশেষত নারীদের পোশাকের অংশ। কবি কালিদাস কুরপাসিকার কথা উল্লেখ করেছেন, এটি স্তনবন্ধনের আরেকটি রূপ। কবি এক্ষেত্রে উত্তরসঙ্গ এবং স্তনপাট্টা সমার্থক বলে উল্লেখ করেছেন তার কাব্যে। নিম্নাঙ্গের জন্য যে অভ্যন্তরীণ পোশাকগুলো পরা হতো সেগুলোকে বলা হত নিভি বা নিভি বাঁধা[] [] মালহারের স্কন্দমাতা ভাস্কর্যে প্রাচীনকালে ব্যবহৃত স্তনপাট্টা ও কঞ্চুকির ব্যবহার দেখানো হয়েছে। []

শাড়ি পরিহিত হিন্দু ভারতীয় মহিলা। ছবিটি এঁকেছেন রাজা রবি বর্মাভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় পোশাক- শাড়ি।

প্রাচীনকালে বিবাহিত রমণীগণ স্তনবৃন্ত বা স্তন পুরোপুরি ঢেকে রাখার জন্য এই বস্ত্রটি ব্যবহার করত। এটি বিভিন্ন কারুকাজে অলঙ্করণকৃত থাকত এবং উত্তরীয়, চাদর প্রভৃতি অনেক পোশাকের সাথে পরিধান করা হত, উদাহরণস্বরূপ, শাড়ি। সময়ের সাথে সাথে স্তনপাট্টার বিবর্তিত হয়েছে; কয়েকটি বিবর্তিত রূপ হল চোলি বা ব্লাউজ[] []

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Mahapatra, N. N. (২০১৬)। Sarees of India (ইংরেজি ভাষায়)। Woodhead Publishing India PVT. Limited। পৃষ্ঠা 3। আইএসবিএন 978-93-85059-69-8 
  2. Nair, Rukmini Bhaya; deSouza, Peter Ronald (২০২০-০২-২০)। Keywords for India: A Conceptual Lexicon for the 21st Century (ইংরেজি ভাষায়)। Bloomsbury Publishing। আইএসবিএন 978-1-350-03925-4 
  3. Prachya Pratibha (ইংরেজি ভাষায়)। Birla Institute of Art and Music.। ১৯৭৮। পৃষ্ঠা 121। 
  4. Padma, Sree (১৯৯১)। Costume, Coiffure, and Ornaments in the Temple Sculpture of Northern Andhra (ইংরেজি ভাষায়)। Agam Kala Prakashan। পৃষ্ঠা 118। আইএসবিএন 978-99911-22-35-9 
  5. "The history of sari: The nine yard wonder - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-২১ 

টেমপ্লেট:Clothing in South Asia