স্টার গোল্ড ২
স্টার গোল্ড ২ হল ভারতের হিন্দি ভাষায় সম্প্রচারিত চলচ্চিত্র বিষয়ক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল।[২] এটি স্টার টিভির মালিকানাধীন একটি চ্যানেল, যেটি ওয়াল্ট ডিজনি কোম্পানি ভারত-এর মালিকানাধীন সহায়ক সংস্থা। চ্যানেলটি ২০১২ সালের ৬ মে সর্বপ্রথম চালু করা হয়েছিল।[৩] পূর্বে এটি মুভিজ ওকে হিসাবে পরিচিত ছিল এবং ১ ফেব্রুয়ারি ২০২০ সালে এটিকে স্টার গোল্ড ২ হিসাবে পুনরায় ব্র্যান্ড করা হয়। এটি হচ্ছে স্টার কোম্পানীর দ্বিতীয় হিন্দি সিনেমার চ্যানেল, প্রথমটি ২০০০ সালে স্টার গোল্ড নামে চালু করা হয়েছিল।
স্টার গোল্ড ২ | |
---|---|
উদ্বোধন | মে ৬, ২০১২ (ভারত) |
নেটওয়ার্ক | স্টার ইন্ডিয়া |
মালিকানা | ওয়াল্ট ডিজনি কোম্পানি ভারত |
দেশ | ভারত |
প্রচারের স্থান | ভারত |
প্রধান কার্যালয় | মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
পূর্বতন নাম | মুভিজ ওকে (২০১২-২০২০)[১] |
ওয়েবসাইট | MoviesOK.in |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
এয়ারটেল ডিজিটাল টিভি | চ্যানেল ২০৭ |
ডিশ টিভি | চ্যানেল ৩৫৭ |
ইন্ডিপেন্ডেন্ট টিভি | চ্যানেল ৩১১ |
টাটা স্কাই | চ্যানেল ৩১৫ |
ডি২এইচ | চ্যানেল ২২৭ |
ডিশ হোম নেপাল | চ্যানেল ২৪৪ |
ক্যাবল | |
এশিয়ানেট ডিজিটাল | চ্যানেল ৫৬৪ |
আইপিটিভি | |
অপটিক টিভি (কানাডা) | চ্যানেল ৫৩২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Star India to launch 4 new channels, rebrand Movies OK"। Indian Television Dot Com। ৪ জানুয়ারি ২০২০।
- ↑ "Rupert Murdoch-owned Star to go solo, buy ESPN from JV"। Times of India। ৪ মে ২০১২। সংগ্রহের তারিখ ৪ মে ২০১২।
- ↑ "Star says OK to new movie channel"। Film Business Asia। ৪ মে ২০১২। সংগ্রহের তারিখ ৪ মে ২০১২।