স্টরমন্ট (ক্রিকেট মাঠ)
স্টরমন্ট বা সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব গ্রাউন্ড হল উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে অবস্থিত একটি আন্তর্জাতিক ও ফার্স্ট ক্লাস ক্রিকেটের ক্রিকেট মাঠ। এটি উত্তর আয়ারল্যান্ড সিভিল সার্ভিস ক্রিকেট দলের ও আয়ারল্যান্ড দলের ঘরের মাঠ।
স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ড | |||||
স্টেডিয়ামের তথ্যাবলি | |||||
---|---|---|---|---|---|
অবস্থান | বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড | ||||
দেশ | উত্তর আয়ারল্যান্ড | ||||
প্রতিষ্ঠা | ১৯৪৯ | ||||
ধারণক্ষমতা | ৬,০০০[১] | ||||
প্রান্তসমূহ | |||||
ডানডোনাল্ড এন্ড সিটি এন্ড | |||||
আন্তর্জাতিক খেলার তথ্য | |||||
প্রথম পুরুষ ওডিআই | ১৩ জুন ২০০৬: আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ড | ||||
সর্বশেষ পুরুষ ওডিআই | ১৩ সেপ্টেম্বর ২০২১: আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে | ||||
প্রথম পুরুষ টি২০আই | ২ আগস্ট ২০০৮: কেনিয়া বনাম নেদারল্যান্ডস | ||||
সর্বশেষ পুরুষ টি২০আই | ২২ জুলাই ২০২১: আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | ||||
একমাত্র নারী ওডিআই | ৫ আগস্ট ১৯৯৭: আয়ারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | ||||
প্রথম নারী টি২০আই | ১০ জুলাই ২০১৯: আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে | ||||
সর্বশেষ নারী টি২০আই | ২৭ মে ২০২১: আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড | ||||
ঘরোয়া দলের তথ্য | |||||
| |||||
১৩ সেপ্টেম্বর ২০২১ অনুযায়ী উৎস: Cricinfo.com |
আন্তর্জাতিক ক্রিকেট
সম্পাদনাআয়ারল্যান্ডের চারটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের মাঠগুলির মধ্যে অন্যতম এটি। ১৯৪৯ এ প্রতিষ্ঠা হলেও, ২০০৬ সালের জুন মাসে প্রথম আন্তর্জাতিক খেলা হয়, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে।
২০০৭ খ্রিস্টাব্দে এই মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলা হয়।
২০০৮ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বের খেলাগুলো এই মাঠে সংঘটিত হয়।
২০১৫ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বের খেলাগুলো এই মাঠে সংঘটিত হয়।
আন্তর্জাতিক রেকর্ডসমূহ
সম্পাদনাব্যাটিং (সেঞ্চুরি)
সম্পাদনা৭টি ওডিআই সেঞ্চুরি এখানে হয়েছে:-[২]
নং | স্কোর | খেলোয়াড় | দল | বল | প্রতিপক্ষ | তারিখ | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|
১ | ১১৩ | মার্কাস ট্রেসকোথিক | ইংল্যান্ড | ১১৪ | আয়ারল্যান্ড | ১৩ জুন ২০০৬ | জয় |
২ | ১০১ | জুনায়েদ সিদ্দিকী | বাংলাদেশ | ১২৩ | ১৫ জুলাই ২০১০ | হার | |
৩ | ১০৮ | উইলিয়াম পোর্টারফিল্ড | আয়ারল্যান্ড | ১১৬ | বাংলাদেশ | ১৫ জুলাই ২০১০ | জয় |
৪ | ১০৯ | পল স্টার্লিং | ১০৭ | পাকিস্তান | ৩০ মে ২০১১ | হার | |
৫ | ১০৫* | এড জয়েস | ১৩৫ | আফগানিস্তান | ১৪ জুলাই ২০১৬ | জয় | |
৬ | ১৬০* | ১৪৮ | ১৯ জুলাই ২০১৬ | জয় | |||
৭ | ১০১ | মোহাম্মাদ শেহজাদ | আফগানিস্তান | ৮৮ | আয়ারল্যান্ড | ২১ মে ২০১৯ | জয় |
বোলিং (এক ইনিংসে ৫ উইকেট)
সম্পাদনাওডিআই
সম্পাদনানং | বোলার | তারিখ | দল | প্রতিপক্ষ | ইন | ও | র | উই | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | গুলবাদিন নায়েব | ২১ মে ২০১৯ | আফগানিস্তান | আয়ারল্যান্ড | ২ | ৯.২ | ৪৩ | ৬ | আফগানিস্তান জয়ী[৩] |
২ | টিম মুর্তাঘ | ৪ জুলাই ২০১৯ | আয়ারল্যান্ড | জিম্বাবুয়ে | ২ | ১০ | ২১ | ৫ | আয়ারল্যান্ড জয়ী[৪] |
টি২০ আন্তর্জাতিক
সম্পাদনানং | বোলার | তারিখ | দল | প্রতিপক্ষ | ইন | ও | র | উই | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ইলিয়াস সানি | ১৮ জুলাই ২০১২ | বাংলাদেশ | আয়ারল্যান্ড | ২ | ৪ | ১৩ | ৫ | বাংলাদেশ জয়ী[৫] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Civil Service Cricket Club"। espncricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২১।
- ↑ "Statistics / Statsguru / One-Day Internationals / Batting records"। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৬।
- ↑ "2nd ODI, Afghanistan tour of Ireland at Belfast, May 21 2019"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৯।
- ↑ "2nd ODI, Zimbabwe tour of Netherlands and Ireland at Belfast, Jul 4 2019"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৯।
- ↑ "1st T20I, Bangladesh tour of Ireland and Netherlands at Belfast, Jul 18 2012"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৮।