স্কট স্টাইরিস

নিউজিল্যান্ডীয় ক্রিকেটার
(স্কট স্টাইরিশ থেকে পুনর্নির্দেশিত)

স্কট বার্নার্ডো স্টাইরিস (জন্ম: ১০ জুলাই, ১৯৭৫) অস্ট্রেলীয় বংশোদ্ভূত সাবেক নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

স্কট স্টাইরিস
২০১১ সালের সংগৃহীত স্থিরচিত্রে স্কট স্টাইরিস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
স্কট বার্নার্ড স্টাইরিস
জন্ম (1975-07-10) ১০ জুলাই ১৯৭৫ (বয়স ৪৯)
ব্রিসবেন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া
ডাকনামমিলে, বিলি রে, পিগ, দ্য রাস[]
উচ্চতা৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২২১)
২৮ জুন ২০০২ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট১৬ নভেম্বর ২০০৭ বনাম দক্ষিণ আফ্রিকা
ওডিআই অভিষেক
(ক্যাপ ১১১)
৫ নভেম্বর ১৯৯৯ বনাম ভারত
শেষ ওডিআই৯ নভেম্বর ২০০৯ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৪/৯৫ - ২০০৪/০৫নর্দার্ন ডিস্ট্রিক্টস
২০০৫/০৬মিডলসেক্স
২০০৫/০৬ - বর্তমানঅকল্যান্ড
২০০৭ডারহাম
২০০৮ - ২০১০ডেকান চার্জার্স
২০১০/১১এসেক্স
২০১২সিলেট রয়্যালস
২০১১চেন্নাই সুপার কিংস
২০১২/১৩সাসেক্স
২০১৪লিচেস্টারশায়ার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৯ ১৬০ ১২৬ ২৯৬
রানের সংখ্যা ১,৫৮৬ ৩,৭৪৩ ৫,৯৬৪ ৭,১৬৩
ব্যাটিং গড় ৩৬.০৪ ৩১.৯৯ ৩১.২২ ৩৩.০০
১০০/৫০ ৫/৬ ৪/২৩ ১০/২৯ ৫/৪৮
সর্বোচ্চ রান ১৭০ ১৪১ ২১২* ১৪১
বল করেছে ১,৯৬০ ৫,৩৩৭ ১২,৬৫৭ ১০,৭৬৯
উইকেট ২০ ১২৫ ২০৩ ২৭৯
বোলিং গড় ৫০.৭৫ ৩৩.৮৪ ৩১.২৯ ২৯.৭২
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৩/২৮ ৬/২৫ ৬/৩২ ৬/২৫
ক্যাচ/স্ট্যাম্পিং ২৩/– ৬৩/– ১০০/– ১১৩/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২১ ফেব্রুয়ারি ২০১৪

দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে ছিলেন। মাঝারি সারির আক্রমণাত্মক ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম পেসে সিদ্ধহস্তের অধিকারী ছিলেন বিলি রে ডাকনামে পরিচিতি স্কট স্টাইরিস। ঘরোয়া ক্রিকেটে অকল্যান্ড ও নর্দার্ন ডিস্ট্রিক্টস দলে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

ফেয়ারফিল্ড ইন্টারমিডিয়েট ও হ্যামিল্টন বয়েজ হাই স্কুলের প্রাক্তন ছাত্র স্টাইরিস ১৯৯৪-৯৫ মৌসুমে অকল্যান্ড ও নর্দার্ন ডিস্ট্রিক্টস দলে খেলেছেন। এছাড়াও, হ্যামিল্টন দলের পক্ষে হক কাপে প্রতিনিধিত্ব করেন। ২০০৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডেকান চার্জার্সের পক্ষে চুক্তিবদ্ধ হন। ২০ ফেব্রুয়ারি, ২০০৮ তারিখে খেলোয়াড়দের নিলামে তার মূল্যমান $১৭৫,০০০ মার্কিন ডলার নির্ধারিত হয়। এরপর ২০১১ সালে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ তাকে ২০০,০০০ মার্কিন ডলারের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়।

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

১৯৯৯-২০০০ মৌসুমে ভারত সফরে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে। রাজকোটে ভারত দলের বিপক্ষে অনুষ্ঠিত ঐ খেলায় তিনি শচীন তেন্ডুলকরের উইকেটসহ ৩-উইকেট দখল করেন। প্রথম টেস্ট খেলার জন্য তাকে ২০০২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। আট নম্বরে ব্যাটিং করে তিনি ১০৭ রান সংগ্রহ করেন। এরপর বোলিংয়ে ৮৮ রানে ২ উইকেট পান। তার প্রথম উইকেট ছিল ব্রায়ান লারা'র। দ্বিতীয় ইনিংসেও তিনি অপরাজিত ৬৯ রান তোলেন। ঐ টেস্টে ক্রিস গেইলের দ্বি-শতকের জন্য তিনি ম্যান অব দ্য ম্যাচের সম্মাননা থেকে বঞ্চিত হন। কিন্তু এর দুইমাস পূর্বেই করাচিতে তার টেস্ট অভিষেকের কথা ছিল। কিন্তু হোটেলে অবস্থানকারী নিউজিল্যান্ড দলের সামনে বোমা বিস্ফোরণ ঘটলে তিনি এ সুযোগ থেকে বঞ্চিত হন।

ক্রিকেট বিশ্বকাপ

সম্পাদনা

সেন্ট লুসিয়া'য় অনুষ্ঠিত ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে তার অপরাজিত ৮৭ রানের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে জয় পায় তার দল। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। তার ব্যাটিংয়ের ধরন দেখে সাবেক ইংরেজ অধিনায়ক নাসের হুসাইন তাকে লড়াকু সৈনিক হিসেবে চিহ্নিত করেন। কেনিয়ার বিপক্ষেও তিনি অপরাজিত ৮০ রান করেন। সুপার এইট পর্বেও তিনি শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ছিলেন ১১১ রান করে। তার এ সেঞ্চুরিটি ১৫২ বলে আসে।[] ২০০৩ সালের বিশ্বকাপেও তিনি আরও একটি সেঞ্চুরি করেছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Player profile: Scott Styris"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১২ 
  2. http://cricketarchive.com/Archive/Records/ODI/Overall/Batting/Slowest_Hundreds_by_Balls.html

বহিঃসংযোগ

সম্পাদনা