সৌরশক্তি চালিত মোবাইল ফোন চার্জার
বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
সোলার মোবাইল ফোন এ চার্জার ব্যবহার করা হয়, সোলার প্যানেল মাধ্যমে ব্যাটারি চার্জ করার জন্য। এটি মোবাইল ফোনের চার্জারের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়।[১] এটি পরিবেশ বান্ধব এবং সহজে ব্যবহার করা যায়।[২]
এছাড়া এই চার্জার বিভিন্ন পাবলিক প্লেস যেমন গুরুত্বপূর্ণ: রাস্তা, মোড়ে, স্টেশন, পার্ক ইত্যাদি স্থানে জনসাধারনের ব্যবহারের জন্য স্থাপন করা হয়ে থাকে। "ইইউ সাস্টেইনেবল এনার্জি উইক (ইইউএসইডব্লউ) ২০১১" -তে এই সৌর স্টেশন ব্যয়কারী বিষয়শ্রেণীতে প্রথম স্থান জিতেছে।[৩][৪][৫]
বর্তমানে সোলার মোবাইল ফোন চার্জার জিএসএম মোবাইল ফোনে ব্যাপক ভাবে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে।
গ্যালারি
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Solar Cell Phone Battery Charger Reviews"। 12voltsolarpanels.net। ২০১১-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৬-২৯।
- ↑ "Solar Cell Phone Chargers"। go-green-solar-energy.com। ২০১১-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৬-২৯।
- ↑ Strawberry Tree: Exclusive Showcase in Brussels
- ↑ "Sustainable energy week awards 2011"। ২১ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৩।
- ↑ Students invent first public solar-powered mobile charger