সৌরশক্তি চালিত মোবাইল ফোন চার্জার

সোলার মোবাইল ফোন এ চার্জার ব্যবহার করা হয়, সোলার প্যানেল মাধ্যমে ব্যাটারি চার্জ করার জন্য। এটি মোবাইল ফোনের চার্জারের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়।[] এটি পরিবেশ বান্ধব এবং সহজে ব্যবহার করা যায়।[]

সোলার মোবাইল চার্জার সম্পর্কে :

এছাড়া এই চার্জার বিভিন্ন পাবলিক প্লেস যেমন গুরুত্বপূর্ণ: রাস্তা, মোড়ে, স্টেশন, পার্ক ইত্যাদি স্থানে জনসাধারনের ব্যবহারের জন্য স্থাপন করা হয়ে থাকে। "ইইউ সাস্টেইনেবল এনার্জি উইক (ইইউএসইডব্লউ) ২০১১" -তে এই সৌর স্টেশন ব্যয়কারী বিষয়শ্রেণীতে প্রথম স্থান জিতেছে।[][][]

বর্তমানে সোলার মোবাইল ফোন চার্জার জিএসএম মোবাইল ফোনে ব্যাপক ভাবে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে।

গ্যালারি

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Solar Cell Phone Battery Charger Reviews"। 12voltsolarpanels.net। ২০১১-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৬-২৯ 
  2. "Solar Cell Phone Chargers"। go-green-solar-energy.com। ২০১১-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৬-২৯ 
  3. Strawberry Tree: Exclusive Showcase in Brussels
  4. "Sustainable energy week awards 2011"। ২১ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৩ 
  5. Students invent first public solar-powered mobile charger