সৌরজগতের ক্ষুদ্র বস্তু
সৌরজগতের বস্তু
(সৌরজগতের ক্ষুদ্র বস্তুসমূহ থেকে পুনর্নির্দেশিত)
সৌরজগতের ক্ষুদ্র বস্তু (ইংরেজি: small Solar System body বা SSSB) হল সৌরজগতের সেই সব বস্তু যেগুলি গ্রহ, বামন গ্রহ বা প্রাকৃতিক উপগ্রহ নয়। শব্দটি ইন্টারন্যাশানাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক প্রথম ২০০৬ সালে সংজ্ঞায়িত হয় এই ভাষায়: "[প্রাকৃতিক] উপগ্রহ ব্যতীত সূর্য-প্রদক্ষিণকারী অন্য সকল বস্তুকে একত্রে ‘সৌরজগতের ক্ষুদ্র বস্তুসমূহ’ নামে উল্লেখ করা হবে"।[১]
অর্থাৎ, সৌরজগতের ক্ষুদ্র বস্তুগুলি হল: ধূমকেতুসমূহ; সকল ধ্রুপদি গ্রহাণুসমূহ (বামন গ্রহ সেরেস ছাড়া); সকল ট্রোজানসমূহ; এবং সেন্টোর ও নেপচুন-উত্তর বস্তুসমূহ (বামন গ্রহ প্লুটো, হাউমেয়া, মাকেমাকে ও এরিস এবং সম্ভাব্য বামন গ্রহগুলি ছাড়া)।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ RESOLUTION B5 - Definition of a Planet in the Solar System (IAU)
উদ্ধৃতি: "All other objects, except satellites, orbiting the Sun shall be referred to collectively as 'Small Solar System Bodies' ".