সোহরাব হোসাইন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান

মো. সোহরাব হোসাইন একজন বাংলাদেশী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যিনি সর্বশেষ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[][] তিনি পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ছিলেন।

মো. সোহরাব হোসাইন
১৩ তম চেয়ারম্যান
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
কাজের মেয়াদ
১৭ সেপ্টেম্বর ২০২০ – ৮ অক্টোবর ২০২৪
নিয়োগদাতাবাংলাদেশের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিন
পূর্বসূরীমোহাম্মদ সাদিক
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1961-01-01) ১ জানুয়ারি ১৯৬১ (বয়স ৬৪)
নোয়াখালী, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীমাহমুদা ইয়াসমীন
মাতারহিমা খাতুন
পিতামো. হাবিব উল্লাহ
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাথমিক জীবন

সম্পাদনা

সোহরাব হোসাইন ১৯৬১ সালে নোয়াখালীর চাটখিলে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মো. হাবিব উল্লাহ ও মাতা মৃত রহিমা খাতুন।

শিক্ষাজীবন

সম্পাদনা

সোহরাব হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন।[]

কর্মজীবন

সম্পাদনা

সোহরাব হোসাইন ১৯৮৪ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করেন।[] তিনি বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এরপর ১৬ সেপ্টেম্বর ২০২০ সালে তিনি বাংলাদেশ সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পিএসসি’র চেয়ারম্যান নিয়োগ করেন। চেয়ারম্যান প্রধান বিচারপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার তারিখ থেকে পরবর্তী ৫ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।[] এছাড়াও তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

সোহরাব হোসাইন ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার স্ত্রী মাহমুদা ইয়াসমীন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক। তাদের এক কন্যাসন্তান রয়েছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পিএসসি চেয়ারম্যানসহ পদত্যাগ করলেন ১২ সদস্য"দৈনিক প্রথম আলো। ৮ অক্টোবর ২০২৪। 
  2. "সোহরাব হোসাইন সরকারি কর্মকমিশনের নতুন চেয়ারম্যান"একুশে টেলিভিশন অনলাইন। ১৬ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২০ 
  3. "পিএসসির নতুন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন"দ্যা ডেইলি স্টার। ১৬ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২০ 
  4. "পিএসসির চেয়ারম্যান হলেন সোহরাব হোসাইন"বাংলানিউজ২৪। ১৬ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২০ 
  5. "পিএসসির নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন"। ১৬ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২০ 
  6. "পিএসসির চেয়ারম্যান হলেন সোহরাব হোসাইন"। ১৬ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২০