সোল্স
সোল্স হলো ১৯৭২ সালে চট্টগ্রামে গঠিত একটি বাংলাদেশী রক ব্যান্ড।
সোল্স | |
---|---|
উপনাম | সুরেলা (১৯৭২–১৯৭৩) |
উদ্ভব | চট্টগ্রাম, বাংলাদেশ |
ধরন | রক |
কার্যকাল | ১৯৭২–বর্তমান |
সদস্য |
|
প্রাক্তন সদস্য |
|
ওয়েবসাইট | soulsbd |
ইতিহাস
সম্পাদনাস্বাধীনতার ঠিক পরের বছর, ১৯৭২ সাল। দেশ তখন সবদিক দিয়েই অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে, শিল্প-সাহিত্য-সংগীতেও অচলাবস্থা। সেসময় চট্টগ্রামের কয়েকজন গানপাগল তরুণ সাজেদুল আলম, মমতাজুল হক লুলু, আহমেদ নেওয়াজ, সুব্রত বড়ুয়া রনি ও তাজুল ইমাম মিলে গানের দল গঠন করে যাবতীয় অচলাবস্থাকে পাশ কাটাতে চাইলেন। তখনকার সনাতনীয় প্রথাগত মিউজিকের বাইরে গিয়ে বিদেশী ব্যান্ডগুলোর অনুপ্রেরণায় ‘ওয়েস্টার্ন রক’ চর্চার এবং রক-এর সাথে দেশের তরুণদের পরিচয় করিয়ে দেওয়ার তাগিদ থেকেই তারা অগ্রসর হচ্ছিলেন।
স্বাভাবিকভাবে তাদের এই কাজে অগ্রসর হওয়া সহজসাধ্য ছিলো না। বাংলা গান তখন সীমাবদ্ধ ছিলো শাস্ত্রীয়-ফোক, রবীন্দ্র-নজরুল, বাউল-লোকগান-আধুনিক মেলোডিয়াস গানের মধ্যে। শুধুমাত্র মনোবলকে পুঁজি করে নতুন কিছু করার স্পৃহা থেকেই চট্টগ্রামে ১৯৭২ সালে প্রাথমিকভাবে ‘সুরেলা’ নামে তারা ব্যান্ডযাত্রা শুরু করেন। তখনকার দিনে বড় বড় ক্লাব-হোটেলে ছাড়া কোথাও গানবাজনা হতো না। আর সেইসব জায়গাতে শুধুমাত্র ইংরেজি গানের কাভার করা হতো, বাংলা গান ছিলো ব্রাত্য। তাই ব্যান্ডগুলোর নামও ইংরেজিতে রাখার চল শুরু হয়েছিলো। এসবকে বিবেচনায় নিয়ে ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পাল্টে ‘সোলস’ রাখা হলো, বাংলার যার অর্থ হয় ‘আত্মার সমন্বয়ে’।
১৯৭৫ সালে বাংলাদেশে পপ মিউজিকের একটি প্রতিযোগিতায় নাম লেখায় ‘সোলস’, জিতেও নিয়েছিলো সেরার পুরস্কার। মূলত সেই থেকেই শুরু হয়েছিলো সোলসের জয়যাত্রা।
১৯৮০ সালে, সোল্স তাদের ১তম অ্যালবাম বের করে সুপার সোলস। এটিই ছিলো বাংলাদেশের কোনো ব্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম, প্রথম রক অ্যালবাম।
১৯৮২ সালে, সোল্স তাদের ২তম অ্যালবাম বের করে কলেজের করিডোরে।
১৯৮৭ সালে, সোল্স তাদের ৩তম অ্যালবাম বের করে মানুষ মাটির কাছাকাছি।
১৯৮৮ সালে, সোল্স তাদের ৪তম অ্যালবাম বের করে ইষ্ট এন্ড ওয়েস্ট।
১৯৯৩ সালে, সোল্স তাদের ৫তম অ্যালবাম বের করে এ এমন পরিচয়।
১৯৯৫ সালে, সোল্স তাদের ৬তম অ্যালবাম বের করে আজ দিন কাটুক গানে।
১৯৯৭ সালে, সোল্স তাদের ৭তম অ্যালবাম বের করে অসময়ের গান।
২০০০ সালে, সোল্স তাদের ৮তম অ্যালবাম বের করে মুখোরিতো জীবন। এটি তাদের প্রথম অ্যাকোস্টিক ও আনপ্লাগড অ্যালবাম।
২০০৩ সালে, সোল্স তাদের ৯তম অ্যালবাম বের করে তারার উঠোনে।
২০০৪ সালে, সোল্স তাদের ১০তম অ্যালবাম বের করে টু-লেট।
২০০৬ সালে, সোল্স তাদের ১১তম অ্যালবাম বের করে ঝুট ঝামেলা।
২০১১ সালে, সোল্স তাদের ১২তম অ্যালবাম বের করে জ্যাম।[১]
২০২৩ ও ২০২৪ সালে, ৫০ ইয়ার্স অফ সোল্স উদযাপন করা হলো ২০ নতুন গান ও ৩০ পুরোনো গান প্রকাশ করে। তারা সফর ও কনসার্ট করে যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, গ্লাসগো এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরা, সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন, অ্যাডিলেড, পার্থ্ আর এবং যুক্তরাষ্ট্রের মায়ামি, অ্যালেক্সান্ড্রিয়া, ওয়েস্ট লাফায়েট, হিউস্টন, লস অ্যাঞ্জেলেস, ডেনভার, সিয়াটল, বস্টন, ওকালা, স্যাক্রামেন্টো, স্যান হোসে, ওকলাহোমা, ডালাস, নিউ ইয়র্ক, আটলান্টা তার সাথে ভারতের কলকাতা সেইসাথে বাংলাদেশের চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোর, কক্সবাজার, সিলেট ও একটি গ্র্যান্ড কনসার্ট ঢাকায়।[২][৩][৪]
সদস্যগণ
সম্পাদনাবর্তমান
সম্পাদনা- পার্থ বড়ুয়া (কন্ঠ ও লিড গিটার) (১৯৮৯–বর্তমান)
- আহাসানুর রহমান আশিক (ড্রামস্) (২০০০–বর্তমান)
- মীর শাহরিয়ার হোসেন মাসুম (কিবোর্ড) (২০০৩–বর্তমান)
- মারুফ হাসান তালুকদার রিয়েল (বেস গিটার) (২০১২–বর্তমান)
অতীত
সম্পাদনা- নাসিম আলী খান (কন্ঠ) (১৯৮০–২০২৪)
- নকীব খান (কীবোর্ড ও কন্ঠ) (১৯৭৪-১৯৮৪)
- পিলু খান (বেজ) (১৯৭৪-১৯৮৪)
- আইয়ুব বাচ্চু (গিটার ও কন্ঠ) (১৯৮০-১৯৯০)
- তপন চৌধুরী (কন্ঠ) (১৯৭৩–১৯৯৩)
- তাজুল ইমাম (কন্ঠ) (১৯৭৩-১৯৭৫)
- সাজেদুল আলম (বেস গিটার) (১৯৭২-১৯৮০)
- মমতাজুল হক লুলু (লিড গিটার) (১৯৭২-১৯৭৪)
- আহমেদ নাওয়াজ
- সুব্রত বড়ুয়া রনি
- শাহেদুল আলম
- পান্থ কানাই
- ইফতিখার উদ্দিন সোহেল (লিড গিটার) (১৯৯৫-২০০৪)
- নাইমুল হাসান তানিম
- জাকির হাসান রানা
- তুষার রঞ্জন দত্ত (পার্কাশন) (২০০৯–২০১৬)
ডিস্কোগ্রাফি
সম্পাদনাঅ্যালবাম | গান |
---|---|
সুপার সোল্স (১৯৮০) | গান
|
কলেজের করিডোরে (১৯৮২) | গান
|
মানুষ মাটির কাছাকাছি (১৯৮৭) | গান
|
ইস্ট এন্ড ওয়েস্ট (১৯৮৮) | গান
|
এ এমন পরিচয় (১৯৯৩) | গান
|
আজ দিন কাটুক গানে (১৯৯৫) | গান
|
অসময়ের গান (১৯৯৭) | গান
|
মুখরিত জীবন (২০০০) | গান
|
তারার উঠোনে (২০০৩) | গান
|
টু-লেট (২০০৪) | গান
|
ঝুট ঝামেলা (২০০৬) | গান
|
জ্যাম (২০১১) | গান
|
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "New album of Souls Jam launched"। Grameenphone। ১৮ আগস্ট ২০১১।
- ↑ "সোলসের ৫০ বছর পূর্তিতে আসবে ৫০ গান"। ৪ জুন ২০২৩।
- ↑ "Souls to celebrate 50th anniversary with 50 songs"। দ্য ডেইলি স্টার। ৪ জুন ২০২৩।
- ↑ "Souls disclose 50th anniversary plans at press conference"। দ্য ডেইলি স্টার। ৭ জুন ২০২৩।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |