সোবণশিরি নদী
ভারতের নদী
সোবণশিরি নদী (অসমীয়া: সোৱণশিরি নদী; ইংরেজি: Subansiri River) হচ্ছে ব্রহ্মপুত্র নদের উত্তর বাহিনী উপনদী। এটি তিব্বত এবং ভারতের অরুণাচল প্রদেশ ও অসমে বয়েছে। সোবণশিরির দৈর্ঘ্য ৪৪২ কিলোমিটার (২৭৫ মা), অববাহিকার কালি ১২,৬০০ বর্গমাইল।[১] ব্রহ্মপুত্রের সর্ববৃহৎ উপনদী হচ্ছে সোবণশিরি। এটি ব্রহ্মপুত্রের জলরাশির ৭.৯২% জলের যোগান দেয়।[২]
সোবণশিরি নদী | |
দেশসমূহ | চীনা (তিব্বত), ভারত |
---|---|
উৎস | হিমালয় |
দৈর্ঘ্য | ৪৪২ কিলোমিটার (এক্সপ্রেশন ত্রুটি: round-এর জন্য অপারেন্ড নেই। মাইল) |
প্রবাহ | |
- গড় | ৪২৬৪০ m³/s (এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর "৪"। ft³/s) |
উৎপত্তি
সম্পাদনাচীন দেশের হিমালয় পর্বতমালা থেকে সোবণশিরি নদীর উৎপত্তি হয়েছে।
গতিপথ
সম্পাদনাসোবণশিরি নদী প্রথমে পূর্ব ও দক্ষিণ-পূর্বে বয়ে ভারতে প্রবেশ করে অসম উপত্যকায় দক্ষিণ দিকে বয়েছে। অসমের লখিমপুর জেলায় সোবণশিরি নদী ব্রহ্মপুত্রের নদের সহিত মিলিত হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Rao, K.L. (১৯৭৯)। India's Water Wealth। Orient Blackswan। পৃষ্ঠা 78। আইএসবিএন 978-81-250-0704-3। সংগ্রহের তারিখ ১ মে ২০১১।
- ↑ Singh, Vijay P.; Sharma, Nayan; Ojha, C. Shekhar P. (২০০৪)। The Brahmaputra basin water resources। Springer। পৃষ্ঠা 82। আইএসবিএন 978-1-4020-1737-7। সংগ্রহের তারিখ ১ মে ২০১১।