সোবণশিরি নদী

ভারতের নদী

সোবণশিরি নদী (অসমীয়া: সোৱণশিরি নদী; ইংরেজি: Subansiri River) হচ্ছে ব্রহ্মপুত্র নদের উত্তর বাহিনী উপনদী। এটি তিব্বত এবং ভারতের অরুণাচল প্রদেশঅসমে বয়েছে। সোবণশিরির দৈর্ঘ্য ৪৪২ কিলোমিটার (২৭৫ মা), অববাহিকার কালি ১২,৬০০ বর্গমাইল।[] ব্রহ্মপুত্রের সর্ববৃহৎ উপনদী হচ্ছে সোবণশিরি। এটি ব্রহ্মপুত্রের জলরাশির ৭.৯২% জলের যোগান দেয়।[]

সোবণশিরি নদী
দেশসমূহ চীনা (তিব্বত),  ভারত
উৎস হিমালয়
দৈর্ঘ্য ৪৪২ কিলোমিটার (এক্সপ্রেশন ত্রুটি: round-এর জন্য অপারেন্ড নেই। মাইল)
প্রবাহ
 - গড় ৪২৬৪০ /s (এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর "৪"। ft³/s)

উৎপত্তি

সম্পাদনা

চীন দেশের হিমালয় পর্বতমালা থেকে সোবণশিরি নদীর উৎপত্তি হয়েছে।

সোবণশিরি নদী প্রথমে পূর্ব ও দক্ষিণ-পূর্বে বয়ে ভারতে প্রবেশ করে অসম উপত্যকায় দক্ষিণ দিকে বয়েছে। অসমের লখিমপুর জেলায় সোবণশিরি নদী ব্রহ্মপুত্রের নদের সহিত মিলিত হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Rao, K.L. (১৯৭৯)। India's Water Wealth। Orient Blackswan। পৃষ্ঠা 78। আইএসবিএন 978-81-250-0704-3। সংগ্রহের তারিখ ১ মে ২০১১ 
  2. Singh, Vijay P.; Sharma, Nayan; Ojha, C. Shekhar P. (২০০৪)। The Brahmaputra basin water resources। Springer। পৃষ্ঠা 82। আইএসবিএন 978-1-4020-1737-7। সংগ্রহের তারিখ ১ মে ২০১১