সোনার কাজল
সোনার কাজল ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র।[১][২] চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন কলিম শরাফী ও জহির রায়হান।[৩][৪][৫][৬] প্রযোজনা করেছেন এস. এস. মাসুদ চৌধুরী। অভিনয়ে ছিলেন খলিলউল্লাহ খান, সুমিতা দেবী, সুলতানা জামান, সুভাষ দত্ত প্রমুখ।[৭][৮][৯][১০]
সোনার কাজল | |
---|---|
পরিচালক | |
প্রযোজক | এস. এস. মাসুদ চৌধুরী |
রচয়িতা | কলিম শরাফী |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | কলিম শরাফী |
চিত্রগ্রাহক | কিউ. এম. জামান |
মুক্তি |
|
দেশ | পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) |
ভাষা | বাংলা |
পরিচালক হিসেবে এটি ছিল কলিম শরাফীর প্রথম চলচ্চিত্র। এর পূর্বে ১৯৫৭ সালে মুক্তিপ্রাপ্ত আকাশ ও মাটি চলচ্চিত্রে তার কন্ঠে বাংলাদেশের চলচ্চিত্রে প্রথমবারের মতো রবীন্দ্রসঙ্গীত যুক্ত হয়।
অভিনয়ে
সম্পাদনানির্মাণ ইতিহাস
সম্পাদনাচলচ্চিত্রের কাহিনী মাথায় এলে কলিম শরাফী তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী শম্ভু মিত্রের সাথে যোগাযোগ করেন। তিনি কাহিনী শুনে এথেকে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করেন। এরপর তিনি জহির রায়হানের সাথে নির্মাণ বিষয়ে আলাপ করেন। চিত্রগ্রহণের জন্য নেওয়া হয় কে, এম, জামানকে।
এ চলচ্চিত্রের জন্য জহির রায়হান অভিনেতা আমিনকে নিতে চেয়েছিলেন। কিন্তু প্রযোজক মাসুদ চৌধুরীর অনুরোধে খলিলকে নিতে বাধ্য হন।[১১] তার সহযোগিতায় সোনার কাজল চলচ্চিত্রের মাধ্যমে খলিলের চলচ্চিত্রে অভিষেক ঘটে। খলিল আর আগে বেশ কয়েকটি নাটক ও মঞ্চে অভিনয় করেন।[১২][১৩][১৪] তার বিপরীতে অভিনয় করেন সুমিতা দেবী ও সুলতানা জামান।[১৫][১৬][১৭] এটি সুমিতা দেবীর অভিনীত ষষ্ঠ ছবি ও সুলতানা জামানের অভিনীত চতুর্থ চলচ্চিত্র।
সঙ্গীত
সম্পাদনাকলিম শরাফী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। খান আতাউর রহমান ও কলিম শরাফী চলচ্চিত্রের গানগুলোতে কন্ঠ দেন।[১৮]
পুরস্কার এবং সম্মাননা
সম্পাদনাসোনার কাজল চলচ্চিত্রটি ১৯৬৩ সালে "শ্রেষ্ঠ বাংলা ছবি" হিসেবে পাকিস্তানের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা 'নিগার পুরস্কার' লাভ করে।[১৯]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Homage to Zahir Raihan"। thedailystar.net। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৪।
- ↑ "জহির রায়হান - গুনীজন.কম"। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৪।
- ↑ শামীমা আক্তার (২০১২)। "শরাফী, কলিম"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Profiles of martyred intellectuals"। thedailystar.net। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৪।
- ↑ "জহির রায়হানের অন্তর্ধান দিবস"। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৪।
- ↑ "তার কণ্ঠের গান মুগ্ধতা বিলাবে অনন্তকাল"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Khalil a lifetime on the silver screen"। দ্য ডেইলি স্টার। ১২ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।
- ↑ শামীমা আক্তার (২০১২)। "জামান, সুলতানা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "খ্যাতনামা অভিনেতা পরিচালক সুভাষ দত্ত"। দৈনিক আজকের খবর। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।
- ↑ "The queen of silver screen in 60s"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৪।
- ↑ "খ লি ল -চলচ্চিত্রের মিয়াভাই"। আমাদের সময়। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।
- ↑ "হৃদয়ে বাজে খুশির বীণ"। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।
- ↑ "৮০তে পা রেখেছেন অভিনেতা খলিল"। নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আজ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা খলিলের ৭৯তম জন্মদিন"। দৈনিক আলোকিত বাংলাদেশ। ২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।
- ↑ "নাজির আহমেদ আমাকে মিনাকুমারী বলে ডাকতেন ॥ সুলতানা জামান"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রোমান্টিক নায়ক খলিল"। দৈনিক আমার দেশ। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সবার মাঝে আবার ফিরে এলাম : খলিল"। দৈনিক করতোয়া। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।
- ↑ "Khan Ataur Rahman: The eternal bohemian"। ৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৪।
- ↑ "Nigar Awaed 1962"। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- পাকিস্তান মোশন পিকচার্স আর্কাইভ '৬২
- Pakistani Film Database – 1962 - Cineplot ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ ডিসেম্বর ২০১৪ তারিখে