সোনারগাঁও বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

সোনারগাঁও বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার ১৪৭/আই গ্রীনরোড, তেজগাঁও, ঢাকায় এবং ১৪৬ ওয়্যারলেসগেইট, মহাখালী, ঢাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[] বিশ্ববিদ্যালয়টি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি উন্নত শিক্ষার মান বজায় রেখে বাংলাদেশের উচ্চশিক্ষায় বিশেষ ভূমিকা পালন করে আসছে।

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
নীতিবাক্য"আমরা জেগে উঠব, আমরা আলো ছড়াবো"
ধরনবেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১২
ইআইআইএন১৩৬৭০২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যশামীম আরা হাসান
শিক্ষার্থী১০০০০+
ঠিকানা
১৪৭/আই গ্রীনরোড
, ,
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামএসইউ
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.su.edu.bd
মানচিত্র

ক্যাম্পাস

সম্পাদনা

রাজধানী শহর ঢাকার অন্যতম শিল্প এলাকা তেজগাঁও এর ১৪৭/আই,গ্রীনরোড,ঢাকা এবং ১৪৬ ওয়্যারলেসগেইট, মহাখালী, ঢাকা এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবস্থিত।[]

উপাচার্যগণ

সম্পাদনা

নিম্নোক্ত ব্যক্তিবর্গ সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:[]

  • এম এ রাজ্জাক (২০১৪ - ২০১৮)
  • আবুল বাশার (২০১৯ - ২০২৩)
  • শামীম আরা (২০২৩ - বর্তমান)

অনুষদ ও বিভাগসমূহ

সম্পাদনা

এ বিশ্ববিদ্যালয়ে ৩টি অনুষদের অধীনে মোট ১৯টি বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে।[]

প্রকৌশল অনুষদ

সম্পাদনা
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
  • বি এ আর্কিটেকচার
  • নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • ফ্যাশন ডিজাইন এ্যান্ড টেকনোলজি
  • এ্যাপারেল ম্যানুফেকচার এন্ড টেকনোলজি

ব্যবসায় প্রশাসন অনুষদ

সম্পাদনা
  • বিবিএ
  • এমবিএ
  • ইএমবিএ
  • এমবিএ ইন ব্যাংক ম্যানেজমেন্ট
  • এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
  • এমবিএ ইন এ্যাপারাল মার্চেন্ডাইজিং
  • এমবিএ ইন ফ্যাশন এ্যান্ড টেক্সটাইল মার্কেটিং

শিল্পকলা এবং মানবতা অনুষদ

সম্পাদনা
  • এলএলবি (সম্মান)
  • এলএলবি (প্রি: ও ফাইনাল)
  • এলএলএম (১ বছর)
  • এলএলএম (২ বছর)

স্কলারশীপ সুবিধা

সম্পাদনা

এখানে গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশীপের ব্যবস্থাসহ টিউশন ফি থেকে বিশেষ ছাড় প্রদান করা হয়ে থাকে। আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য ২৫% থেকে ১০০% ছাড় সুবিধা পাওয়া যায়।

গ্রন্থাগার

সম্পাদনা

শিক্ষার্থীদের মেধা এবং মননের বিকাশ ঘটাতে এখানে পড়াশোনার পাশাপাশি রয়েছে গ্রন্থাগার সুবিধা রয়েছে। মেম্বারশীপ কার্ডের মাধ্যমে শিক্ষার্থীগন বই বাসায় নিতে পারেন। লাইব্রেরীতে বই পড়ার সুবিধা রয়েছে। লাইব্রেরীতে রয়েছে পর্যাপ্ত দেশী-বিদেশী বইয়ের সংগ্রহ। এখানে পাঠ্যবই ছাড়াও বিভিন্ন লেখকের বই ও জার্নাল আছে।

একাডেমিক সেশন

সম্পাদনা

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বছরকে তিনটি সেমিস্টারে ভাগ করা হয়েছে, তা নিম্নরুপ:

  • শরৎ সেমিস্টার: অক্টোবর থেকে জানুয়ারি।
  • বসন্তকালীন সেমিস্টার: ফেব্রুয়ারি থেকে মে।
  • গ্রীষ্মকালীন সেমিস্টার: জুন থেকে সেপ্টেম্বর।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন"। ১৭ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৫ 
  2. সোনারগাঁও ইউনিভার্সিটি
  3. "Former Vice Chancellor"সোনারগাঁও বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২২ 
  4. "বিডি লাইভ ২৪"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা