সোনাইমুড়ি পৌরসভা
সোনাইমুড়ি পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা।
সোনাইমুড়ি | |
---|---|
পৌরসভা | |
সোনাইমুড়ি পৌরসভা | |
বাংলাদেশে সোনাইমুড়ি পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২′১২″ উত্তর ৯১°৬′১০″ পূর্ব / ২৩.০৩৬৬৭° উত্তর ৯১.১০২৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | সোনাইমুড়ি উপজেলা |
সরকার | |
• পৌর মেয়র | নুরুল হক চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৩.১৩ বর্গকিমি (৫.০৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৪,২০০ |
• জনঘনত্ব | ২,৬০০/বর্গকিমি (৬,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬২.০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮২৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সম্পাদনাসোনাইমুড়ি পৌরসভার আয়তন ১৩.১৩ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সোনাইমুড়ি পৌরসভার জনসংখ্যা ৩৪,২০০ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাসোনাইমুড়ি উপজেলার মধ্যাংশে সোনাইমুড়ি পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে চাষীরহাট ইউনিয়ন, পশ্চিমে নদনা ইউনিয়ন, দক্ষিণে বজরা ইউনিয়ন এবং পূর্বে বারগাঁও ইউনিয়ন ও চাষীরহাট ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাসোনাইমুড়ি পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সোনাইমুড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৮নং নির্বাচনী এলাকা নোয়াখালী-১ এর অংশ। এটি একটি ক শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক সোনাইমুড়ি পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
---|---|
১নং ওয়ার্ড | চন্দ্রপুর, কৌশল্যারবাগ |
২নং ওয়ার্ড | শিমুলিয়া |
৩নং ওয়ার্ড | পাপুয়া |
৪নং ওয়ার্ড | ভানুয়াই |
৫নং ওয়ার্ড | পশ্চিম সোনাইমুড়ি, আলোকপাড়া |
৬নং ওয়ার্ড | পূর্ব সোনাইমুড়ি, বাট্রা (আংশিক), কাশারপাড়া |
৭নং ওয়ার্ড | বরলা, দুঃশ্বিম পাড়া, নাওতোলা |
৮নং ওয়ার্ড | কাঁঠালী, বিজয়নগর |
৯নং ওয়ার্ড | উত্তর গোবিন্দপুর, উত্তর রামপুর, কৈয়া (আংশিক) |
প্রতিষ্ঠাকাল
সম্পাদনা২০০৩ সালে সোনাইমুড়ি পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সোনাইমুড়ি পৌরসভার স্বাক্ষরতার হার ৬২.০%।[১] এ পৌরসভায় ২টি কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকলেজ[২]
মাধ্যমিক বিদ্যালয়[৩]
- সোনাইমুড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়
- সোনাইমুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়
- লাইফ শাইন স্কুল
- আতাউর রহমান ভূঁইয়া স্কুল ও কলেজ
প্রাথমিক বিদ্যালয়[৪]
- কৌশল্যারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাইমুড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মকিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাসড়ক পথে ঢাকা-নোয়াখালী মহাসড়কে ১৪০ কিলোমিটার। চট্টগ্রাম-নোয়াখালী মহাসড়কে ১৩৪ কিলোমিটার। ঢাকা থেকে সপ্তাহে বুধবার বাদে আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস দিয়ে রেলপথে যাতায়াত করা যায়।
অর্থনীতি
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান পরিষদ[৫]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
নুরুল হক চৌধুরী[৬] | মেয়র | |
মোঃ কামাল হোসেন | কাউন্সিলর | ০১নং ওয়ার্ড |
মোঃ জাকির | কাউন্সিলর | ০২নং ওয়ার্ড |
মোঃ জামাল উদ্দিন | কাউন্সিলর | ০৩নং ওয়ার্ড |
মোঃ জহিরুল ইসলাম ভুঁইয়া | কাউন্সিলর | ০৪নং ওয়ার্ড |
জসিম উদ্দিন | কাউন্সিলর | ০৫নং ওয়ার্ড |
তাজুল ইসলাম | কাউন্সিলর | ০৬নং ওয়ার্ড |
খোকন খান | কাউন্সিলর | ০৭নং ওয়ার্ড |
আবু বকর ছিদ্দিক দুলাল | কাউন্সিলর | ০৮নং ওয়ার্ড |
মাইন উদ্দিন | কাউন্সিলর | ০৯নং ওয়ার্ড |
আমেনা বেগম | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
খুরশিদা বেগম | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
সংরক্ষিত মহিলা কাউন্সিলর | ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "কলেজ, সোনাইমুড়ি পৌরসভা"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়, সোনাইমুড়ি পৌরসভা"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়, সোনাইমুড়ি পৌরসভা"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "বর্তমান পরিষদ, সোনাইমুড়ি পৌরসভা" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "মেয়র, সোনাইমুড়ি পৌরসভা"। sonaimuri.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |