সৈয়দ মোহাম্মদ ফয়সল
বাংলাদেশী রাজনীতিবিদ
সৈয়দ মোহাম্মদ ফয়সল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ, শিল্পপতি ও সাবেক সাংসদ। তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।[১]
সৈয়দ মোহাম্মদ ফয়সল | |
---|---|
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ফেব্রুয়ারি ১৯৯৬ – জুন ১৯৯৬ | |
পূর্বসূরী | এনামুল হক মোস্তফা শহীদ |
উত্তরসূরী | এনামুল হক মোস্তফা শহীদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | হবিগঞ্জ |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সম্পর্ক | সৈয়দ মোহাম্মদ কায়সার (ভাই) |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাসৈয়দ মোহাম্মদ ফয়সল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাসৈয়দ মোহাম্মদ ফয়সল হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।[১][২] তিনি ১৯৯১, জুন ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।[৩] ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় তিনিও অংশ নেন নাই। ২০১৮ সালের নির্বাচনেও দলীয় সিদ্ধান্তে জোট শরীক প্রার্থীকে আসন ছেড়ে দেয়ায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যান তিনি।[৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ Dhakatimes24.com। "হবিগঞ্জ-৪: যেখানে আ.লীগ কখনো হারে না"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।
- ↑ "সৈয়দ মোহাম্মদ ফয়সাল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।
- ↑ "হবিগঞ্জ ৪ : আওয়ামী লীগ বনাম খেলাফত প্রার্থীর লড়াই | সারাদেশ"। ittefaq। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৭।