সৈয়দ কামরুল আহসান

পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য

সৈয়দ কামরুল আহসান ছিলেন একজন বাঙ্গালী রাজনীতিবিদ ও সাহিত্যিক। পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসাবে পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য ছিলেন।[]

সৈয়দ কামরুল আহসান
পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য
কাজের মেয়াদ
১৯৬২ – ১৯৬৫
ব্যক্তিগত বিবরণ
আত্মীয়স্বজনসৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসান (ভাতিজা)
সৈয়দা সাজেদা চৌধুরী (ভাতিজি)

জন্ম ও বংশ পরিচয়

সম্পাদনা

সৈয়দ কামরুল আহসান ত​ৎকালীন তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির বাকেরগঞ্জ জেলার বরগুনা মহকুমার একটি সম্ভ্রান্ত বাঙ্গালী মোসলমান জমিদার খান্দানে জন্মগ্রহণ করেছেন, যারা বামনার সৈয়দ খান্দান হিসাবে পরিচিত। তাঁর পরদাদা সৈয়দ মীর কাদের বখশ ফরিদপুর জেলার মালিদিয়া গাঁওয়ের বাসিন্দা ছিলেন। তাঁর দাদা সৈয়দ মীর সরওয়ার জান বৃহত্তর বরিশালের বামনা গাঁওয়ের তালুকদার খান্দানের হোসেনউদ্দীন চৌধুরীর মেয়ে আজিজুন নেসাকে বিয়ে করে অবশেষে রামনা-বামনা তালুকদারীর অধিকারী হন। তদনুসারে মালিদিয়ার সৈয়দ পরিবারের একটি শাখা বামনায় বসবাস শুরু করেন। কামরুল আহসানের বাবার নাম ছিল সৈয়দ আবি মুহম্মদ। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী তাঁর আপন ফুফুতো ভাই সৈয়দ শাহ হামিদ উল্লাহর মেয়ে।[]

চার ভাই এক বোনের (সৈয়দা জোহরা) মধ্যে কামরুল আহসান ছিলেন চার নম্বর ছেলে। তাঁর বড় ভাই সৈয়দ নজমুল আহসান হলেন মানোনীয় সংসদ সদস্য সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসানের বাবা। তাঁর মেজো ভাই সৈয়দ জিয়াউল আহসান ছিলেন যুক্তফ্রন্টের সময় পূর্ববঙ্গ আইনসভার স্পীকার। তাঁর সেজো ভাই সৈয়দ মইনুল আহসান ছিলেন ঢাকা কলেজের ভাইস প্রিন্সিপাল এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব শামিম আহসানের বাবা।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

কামারুল আহসান সিলেট-৫ (হবিগঞ্জ) এর প্রতিনিধিত্বকারী পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

বই সমূহ Portraits fom memory

New proletariat and politics and personalities in Pakistan []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "LIST OF MEMBERS OF THE 3RD NATIONAL ASSEMBLY OF PAKISTAN FROM 1962-1964" (পিডিএফ)na.gov.pk। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২১ 
  2. সিরাজ উদদীন আহমেদ (২০১০)। "বামনার জমিদার চৌধুরী পরিবার"। বরিশাল বিভাগের ইতিহাসঢাকা: ভাস্কর প্রকাশনী।