সৈয়দ আতাউল মুহসিন বুখারী
ভারতীয় রাজনীতিবিদ
সৈয়দ আতাউল মুহসিন বুখারী (سید عطاء المحسن بخاری) সৈয়দ আতা উল্লাহ শাহ বুখারীর ছেলে। [১] তিনি মজলিস-এ-আহরার-ই-ইসলামের একজন নেতা ছিলেন।
তিনি মহসিন-ই-আহরার নামে পরিচিত ছিলেন।
তিনি একজন মুসলিম হানাফি পণ্ডিত, ধর্মীয় ও রাজনৈতিক নেতা ছিলেন।
জন্ম
সম্পাদনাবুখারী ১৯১৯ সালের ২১ জানুয়ারী অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন [২]
বক্তৃতা এবং কবিতা
সম্পাদনাতিনি তার অভিপ্রায়ের জন্য সুপরিচিত ছিল। তিনি কবিও ছিলেন এবং তাঁর বেশিরভাগ ভাষাতত্ত্ববিষয়ক বই মাসিক নকীব ই খাতম ই নবুওয়াত [৩] এ প্রকাশিত হয়েছিল।
মৃত্যু
সম্পাদনাসৈয়দ আতাউল মুহসিন বুখারী ১৯৯৯ সালের ২১ শে নভেম্বর মুলতানে [২] মৃৃৃত্যুবরণ করেন। ৬৩ বছর বয়সে তাঁকে তাঁর পিতা (সৈয়দ আতা উল্লাহ শাহ বুখারী) ও মাতার সমাধির নিকটে মুলতানে দাফন করা হয় [২]।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Syed Ata ul Mohsin Bukhari"। ৩ অক্টোবর ২০১২। ৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২।
- ↑ ক খ গ https://archive.org/details/omartlg_yahoo_Syd
- ↑ https://www.facebook.com/naqeebekhatmenubuwwat/
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |