সৈয়দা ইসাবেলা

বাংলাদেশের একজন বিখ্যাত নারী লেখক ও মুক্তিযোদ্ধা

সৈয়দা ইসাবেলা (২৪ ডিসেম্বর ১৯৪২ – ১২ জানুয়ারি ২০১৩) একজন বাংলাদেশি লেখক ও মুক্তিযোদ্ধা ছিলেন।[] ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২১ সালে মরণোত্তর একুশে পদক প্রদান করেন।[][]

সৈয়দা ইসাবেলা
জন্ম২৪ ডিসেম্বর ১৯৪২
বাণীকুঞ্জ,দিয়ারধানগড়া, সিরাজগঞ্জ, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১২ জানুয়ারি ২০১৩
জাতীয়তাবাংলাদেশি
পরিচিতির কারণলেখক ও মুক্তিযুদ্ধা
দাম্পত্য সঙ্গীআনোয়ার হোসেন রতু
সন্তানপাঁচ মেয়ে এবং এক ছেলে
পিতা-মাতাসৈয়দ মোহাম্মদ ইসহাক সিরাজী
আছিরুন নেছা খন্দকার
আত্মীয়ইসমাইল হোসেন সিরাজী (চাচা)
পুরস্কারএকুশে পদক (২০২১)

প্রাথমিক জীবন

সম্পাদনা

সৈয়দা ইসাবেলা ২৪ ডিসেম্বর ১৯৪২ সালে বাবার বাড়ি সিরাজগঞ্জের বাণীকুঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ মোহাম্মদ ইসহাক সিরাজী ও মাতা আছিরুন নেছা খন্দকার দু'জনেই শিক্ষক ছিলেন। তার বড় চাচা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। লেখাপড়া করেন কলকাতার সাখাওয়াৎ মেমোরিয়াল বিদ্যালয়ে। তার স্বামী আনোয়ার হোসেন রতু মুক্তিযোদ্ধা ছিলেন। তাদের পাঁচ মেয়ে এবং এক ছেলে।[]

কর্মজীবন

সম্পাদনা

সৈয়দা ইসাবেলা পেশাগত জীবনে ১৯৭৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত গৌরী আরবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। অবসর জীবনে ২০০২ সালে সাহিত্যচর্চা শুরু করেন। মুক্তিযুদ্ধে স্বামীর সাথে বিশেষ ভূমিকা পালন করেন রৌমারী অঞ্চলে।[]

গ্রন্থ

সম্পাদনা

সৈয়দা ইসাবেলা বিভিন্ন বিষয়ে প্রায় গ্রন্থ রচনা করেন যার ২২ টি বই প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:[]

  • পুরুষোত্তম,
  • নারীর মন,
  • কাছে থেকে দেখা,
  • যাদুর প্রদীপ,
  • ফিরে পাওয়া,
  • শেষ বেলার বন্ধু,
  • মুক্তিযুদ্ধে আমি,
  • মহাতীর্থ ঘুরে এলাম,
  • স্মৃতিকথা।

মৃত্যু

সম্পাদনা

সৈয়দা ইসাবেলা ২০১৩ সালের ১২ জানুয়ারি মৃত্যু বরণ করেন।[]

সম্মাননা

সম্পাদনা

সৈয়দা ইসাবেলা বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন:

  • ২০২১ সালে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য একুশে পদক লাভ।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মিতালী হোসেন (২০১৪)। সৈয়দা ইসাবেলা স্মারকগ্রন্থবাংলাদেশ: পারিজাত প্রকাশনী। পৃষ্ঠা ১৬০। আইএসবিএন 9789845071642 
  2. নিজস্ব প্রতিবেদক (৪ ফেব্রুয়ারি ২০২১)। "একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১ 
  3. "২১ সালে একুশে পদক পাচ্ছেন ২১ জন"দ্য ডেইলি স্টার। ৪ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১