সেমিনোল (ব্যান্ড)
সেমিনোল ছিলো ফ্লোরিডার একটি আমেরিকান দেশীয় সংগীতের জুটি যা ভাই জিমি মাইয়ার্স এবং ডোনাল্ড "বুচ" মাইয়ার্সের সমন্বয়ে গঠিত হয়েছিলো। [১] তারা দুজনেই ফ্লোরিডার বানেলের সাইপ্রেস লাউঞ্জে তাদের পারফর্ম শুরু করেছিলেন।[২] সাওয়ের ব্রাউন এর প্রধান সংগীতশিল্পী মার্ক মিলারের কাছে একটি ডেমো টেপ স্খলহের পর তারা ন্যাশভিলের উদ্দেশ্যে যাত্রা করেছিল।[২]
সেমিনোল | |
---|---|
উদ্ভব | ফ্লোরিডা |
ধরন | কান্ট্রি সংগীত |
কার্যকাল | ১৯৯৭–১৯৯৮ |
লেবেল | Curb/Universal |
প্রাক্তন সদস্য | জিমি মায়ার্স ডোনাল্ড "বুচ" মায়ার্স |
তাদের প্রথম একক সংগীত "সে নোজ মি বাই হার্ট (She Knows Me by Heart)", কার্ব/ইউনিভার্সাল দ্বারা প্রকাশিত হয়েছিল আগস্ট ১২, ১৯৯৭ সালে।[৩] এটি বিলবোর্ড ম্যাগাজিন এবং হট কান্ট্রি সিঙ্গলস ও ট্র্যাকস চার্টে ৬৯ নম্বরে পৌঁছেছিল।[১]
সংগীতকর্ম
সম্পাদনাএকক
সম্পাদনাসাল | একক | পিক অবস্থান | |
---|---|---|---|
হট কান্ট্রি সংগীত [১] | |||
১৯৯৭ | "শি নোস মি বাই হার্ট" | ৬৯ | |
"হিলিবিলি টাউন" | — | ||
১৯৯৮ | "হোয়াট অ্যাম আই গোনা ডু (উইথ অল দিস লাভ)" | — | |
"—" চার্টে অন্তর্ভুক্ত হয়নি এমন রিলিজ বোঝাচ্ছে |
মিউজিক ভিডিও
সম্পাদনাসাল | ভিডিও | পরিচালক |
---|---|---|
১৯৯৭ | "হিলিবিল টাউন" | মাইকেল স্যালোমন |
১৯৯৮ | "হোয়াট অ্যাম আই গোন্না ডু (উইথ অল দিজ লাভ)"[৪] | ট্রে ফেনজয় |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Whitburn, Joel (২০০৮)। Hot Country Songs 1944 to 2008। Record Research, Inc। পৃষ্ঠা 374। আইএসবিএন 0-89820-177-2।
- ↑ ক খ Hager-Van Dyke, Charlene (সেপ্টেম্বর ৪, ১৯৯৮)। "Seminole To Perform At Fireaid"। Orlando Sentinel। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১১, ২০১৫।
- ↑ "Knows Me by Heart – Seminole"। AllMusic। সংগ্রহের তারিখ এপ্রিল ১১, ২০১৫।
- ↑ "Production Notes"। Billboard। আগস্ট ৮, ১৯৯৮। সংগ্রহের তারিখ এপ্রিল ১১, ২০১৫।