সেবা.এক্সওয়াইজেড
সেবা.এক্সওয়াইজেড হল বাংলাদেশের একটি অনলাইন সেবাভিত্তিক মার্কেটপ্লেস। সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ২৯ জুলাই ২০১৬ সালে চালু হয়েছিল। সেবা.এক্সওয়াইজেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন আদনান ইমতিয়াজ হালিম এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) হলেন ইলমুল হক সজিব, যারা সেবা.এক্সওয়াইজেডের সিও-প্রতিষ্ঠাতা হিসাবেও রয়েছেন।[১][২] প্রতিষ্ঠানটি জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার ২০১৭ লাভ করে।[৩][৪][৫]
সাইটের প্রকার | পরিষেবা মার্কেটপ্লেস |
---|---|
উপলব্ধ | বাংলা, ইংরেজি |
প্রতিষ্ঠা | ২৯ জুলাই ২০১৬ |
প্রতিষ্ঠাতা(গণ) | আদনান ইমতিয়াজ হালিম, ইলমুল হক সজিব |
প্রধান নির্বাহী কর্মকর্তা | আদনান ইমতিয়াজ হালিম |
শিল্প | মার্কেটপ্লেস |
কর্মচারী | ২০০+ |
ওয়েবসাইট | sheba |
বাণিজ্যিক | হ্যাঁ |
নিবন্ধন | ২০১৬ |
বর্তমান অবস্থা | সক্রিয় |
ইতিহাস
সম্পাদনাসংস্থার কার্যক্রম এক বছরের মধ্যে আরও বড় হয়েছে, ২০১৯ সালে এটি সারা ঢাকা এবং পরে চট্টগ্রাম শহরে ছড়িয়ে পড়ে।[৬] সেবার ৩০.৩ লক্ষ নিবন্ধিত গ্রাহক রয়েছে ও এটি ৮৬টিরও বেশি বিষয়ে পরিষেবা দেয়।
সেবা.এক্সওয়াইজেডের শুরুটা হয়েছিল আদনান ইমতিয়াজ হালিম এবং ইলমুল হক সজিবের মাধ্যমে যারা গ্রামীণফোনের উদ্ভাবন প্ল্যাটফর্মের 'জিপি এক্সিলারেটর'-এর মাধ্যমে একটি দল হিসাবে কাজ শুরু করেছিলেন।[৭] সেবা ২০১৮ সাল থেকে 'পরিষেবা পুরস্কার' আয়োজন শুরু করেছে।[৮]
প্রদত্ত সেবাসমূহ
সম্পাদনাএটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী সেবা দেয়। বিভিন্ন ঘরোয়া সেবা যেমন ইলেকট্রিশিয়ান, কল মিস্ত্রি, বিউটিশিয়ান, কার্পেন্টার, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, ঘর পরিষ্কার, বাসা ও অফিস বদল ইত্যাদি সেবার জন্য এর যাচাইকৃত পরিষেবা সরবরাহকারী রয়েছে।[৯] যে কোনও বাংলাদেশী ব্যবহারকারী তাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের পরিষেবাগুলি নিতে পারবেন যা ওয়েবসাইটের পাশাপাশি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর উভয়তেই উপলব্ধ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sheba.xyz: Service at your doorstep 24/7"। প্রথম আলো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১।
- ↑ "Sheba.xyz: Taking the service industry by storm"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৮-১৯। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১।
- ↑ "জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার পেলেন তিন সাংবাদিক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৩।
- ↑ "তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় পুরস্কৃত | আইটি বিশ্ব"। jugantor.com। ২০১৮-০৩-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৩।
- ↑ "জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার পেলেন তিন সাংবাদিক"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৩।
- ↑ "Exploring possibilities-Sheba.xyz to Sheba platform limited - Observer TeCH - observerbd.com"। ডেইলি অবজার্ভার। ২০২০-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১।
- ↑ Mahbub, Ibrahim। "The Complete List Of Startups In The First Batch Of GP Accelerator"। Future Startup (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১।
- ↑ "Sheba.xyz to introduce Service Award 2018"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-২৪। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১।
- ↑ "Getting the best of Sheba.xyz"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-০১-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১১।