সেবাস্টিয়্যান স্ট্যান
সেবাস্টিয়্যান স্ট্যান (জন্ম আগস্ট ১৩, ১৯৮২) হলেন একজন রোমানিয়ন মার্কিন[১] অভিনেতা। টেলিভিশনে, তিনি গসিপ গার্ল থেকে কার্টার বেইজেন, কিংস থেকে রাজকুমার জ্যাক বেঞ্জামিন, ওয়ান্স আপন অ্যা টাইম থেকে জেফারসন এবং পলিটিক্যাল এনিম্যালস থেকে টি.জে. হেমন্ড চরিত্রে অভিনয় করেন।
সেবাস্টিয়্যান স্ট্যান | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | রোমানিয়ন |
নাগরিকত্ব |
|
মাতৃশিক্ষায়তন | রাটগার্স ইউনিভার্সিটি |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯৩–বর্তমান |
আদি নিবাস | রকল্যান্ড কাউন্টি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র |
স্ট্যান মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে বাকি বার্ন্স / উইন্টার সোলজার হিসেবে তার অভিনয়ের জন্য ব্যাপক স্বীকৃতি লাভ করেন, যা ২০১১ সালের ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার-এর সাথে শুরু হয় এবং পরবর্তীতে ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার (২০১৪), অ্যান্ট-ম্যান (২০১৫),[২] ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (২০১৬), ব্ল্যাক প্যান্থার (২০১৮),[৩] অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮) এবং অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (২০১৯)-এ অব্যাহত থাকে। ২০১৫ সালে, তিনি জোনাথন ডেমির কৌতুকপ্রদ-নাটকীয় চলচ্চিত্র রিকি এন্ড দ্য ফ্ল্যাস এবং রিডলি স্কটের কল্পবিজ্ঞান চলচ্চিত্র দ্য মার্শিয়ান অভিনয় করেন। দুই বছর পর, তিনি জীবনীসংক্রান্ত চলচ্চিত্র আই, টনিয়া-তে জেফ গিলুউলির ভূমিকায় অভিনয় করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Gans, Andrew (ডিসেম্বর ২৮, ২০০৬)। "Pedi, Stan and Rosenblat Join Broadway's Talk Radio Cast"। Playbill। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৮, ২০১৪।
- ↑ Robinson, Joanna (জুলাই ১৯, ২০১৫)। "Everything You Need to Know About Those Ant-Man End-of-Credits Scenes"। Vanity Fair। সংগ্রহের তারিখ মার্চ ২৬, ২০১৮।
- ↑ Dockterman, Elena (ফেব্রুয়ারি ১৬, ২০১৮)। "What the Black Panther End-Credit Scenes Mean for the Future of the Marvel Cinematic Universe"। Time। সংগ্রহের তারিখ মার্চ ২৬, ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সেবাস্টিয়্যান স্ট্যান (ইংরেজি)
- রটেন টম্যাটোসে সেবাস্টিয়্যান স্ট্যান (ইংরেজি)